জলপাইগুড়ি: পরিবেশ রক্ষা করতে পড়তে ও লিখতে হয়। পরিবেশ রক্ষা নিয়ে লিখছি অথচ আমাদের হাতিয়ার পেন থাকে প্লাস্টিকের, ফলে সর্ষের মধ্যে থাকে ভূত, এবার সেই ভূত ছাড়াতে পরিবেশ বান্ধব পেন ও পেন্সিল আবিষ্কার করলেন উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রী।
সারা বিশ্বকে ক্রমশ গ্রাস করে নিচ্ছে প্লাস্টিক। প্লাস্টিকের কারণে পরিবেশ দূষণ জনিত অসুখবিসুখ।প্লাস্টিকের কারণে মৃত্যু হচ্ছে বিভিন্ন জলজ প্রাণী থেকে শুরু করে স্থলজ প্রাণীদের ভারসাম্য নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্রের। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় প্লাস্টিক বন্ধের জন্য আবেদন জানানো হলেও মানুষ সচেতন না হয়ে এখনও পর্যন্ত ব্যবহার করে চলছে প্লাস্টিক। বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি পেন ও পেন্সিল তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে।
আরও পড়ুন: ফের বাড়ল সোনার দাম! জেনে নিন আজ কলকাতায় কত হল সোনা-রুপোর দাম
আরও পড়ুন: স্বস্তি ফিরছে অশোধিত তেলের দামে! কলকাতায় পেট্রোল ডিজেলের দাম কত হল জেনে নিন
দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বাজারে এসেছে পরিবেশ বান্ধব পেন ও পেন্সিল। এই পেন পুরোপুরি পরিবেশ বান্ধব পদ্ধতিতে তৈরি ।এই পেনের কালি শেষ হলে তৈরি হবে একটি "গাছের চারা"। কারণ সেই পেনের মাথায় বিভিন্ন ধরনের গাছের বীজ রয়েছে যা মাটিতে পুতে দিলে তৈরি করবে নতুন করে চারা গাছ। এই পেনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুল ফল বিভিন্ন সবজির বীজ।
একদিকে যখন বৃক্ষ ছেদন হচ্ছে পাল্টা এই পেনের ব্যবহারে হবে বৃক্ষরোপণন। কলম বিক্রয় করছে দীপান্বিতা দেবনাথ তিনি একজন উদ্ভিদবিদ ছাত্রী। মাত্র কুড়ি টাকা দরে বিক্রি হচ্ছে এই ভেষজ কলম। সেই কলম কিনতে পরিবেশ প্রেমী ও সাধারণ মানুষের ব্যস্ত হয়ে পড়েছে।সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri News