হোম /খবর /জলপাইগুড়ি /
ছেলের উপরে চড়াও মদ্যপ বাবা, অত্যাচার থামাতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালো কিশোর

Jalpaiguri News: ছেলের উপরে চড়াও মদ্যপ বাবা, অত্যাচার থামাতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালো কিশোর

মেটেলিতে ছেলের হাতে বাবা খুন।

মেটেলিতে ছেলের হাতে বাবা খুন।

ওই ব্যক্তির গলায় গলায় থাকা শক্ত সুতোয় লকেট জাতীয় কিছু ছিল। বাবার অত্যাচারে ক্ষিপ্ত হয়ে ছেলে সেই সুতো পেঁচিয়ে বাবার গলা চেপে ধরে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    জলপাইগুড়ি : মদ্যপ বাবার অত্যাচার থামাতে কিশোর ছেলের হাতে প্রাণ গেল বাবার। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের গোপাল লাইন শ্রমিক মহল্লায়।

    স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বান্দে খাড়িয়া নামে ওই ব্যক্তি প্রতি রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে পরিবার ও ছেলের উপর অত্যাচার চালাতো। গতকাল একই রকম ভাবে নেশাগ্রস্ত অবস্থায় সিতেশ খাড়িয়ার(১৭) ছেলের উপর অত্যাচার শুরু করে।

    আরও পড়ুন: পুলিশ লেখা গাড়িতেই হচ্ছিল পাচার! জলপাইগুড়িতে চাঞ্চল্যকর কাণ্ড

    ওই ব্যক্তির গলায় গলায় থাকা শক্ত সুতোয় লকেট জাতীয় কিছু ছিল। বাবার অত্যাচারে ক্ষিপ্ত হয়ে ছেলে সেই সুতো পেঁচিয়ে বাবার গলা চেপে ধরে। এতেই শ্বাসরুদ্ধ হয়ে বাবার মৃত্যু হয়।ঘটনার পর ভয়ে বাড়ি ছেড়ে পলাতক ছেলে।খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

    সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মেটেলি থানার ককপুলিশ। পুলিশ সূত্রে খবর,ঘাতক ছেলের খোঁজে তল্লাশি চলছে।

    সুরজিৎ দে

    First published:

    Tags: Crime News, Jalpaiguri