হোম /খবর /জলপাইগুড়ি /
ডুয়ার্সের চা বাগানে ফের ঝুলল তালা, একধাক্কায় কর্মহীন প্রায় ১২০০ শ্রমিক

JalpaiguriNews : ডুয়ার্সের চা বাগানে ফের ঝুলল তালা, একধাক্কায় কর্মহীন প্রায় ১২০০ শ্রমিক

বন্ধ হয়ে গেল বাগান সমস্যায় শ্রমিকরা

বন্ধ হয়ে গেল বাগান সমস্যায় শ্রমিকরা

JalpaiguriNews : এই নিয়ে গত চার বছরে তিনবার চা বাগান বন্ধ হল। পঞ্চায়েত ভোটের আগে ডুয়ার্সের বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানে বন্ধের নোটিশে সমস্যায় পড়লেন শ্রমিকরা ।

  • Share this:

জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটের আগে ডুয়ার্সের চা বলয়ে নিজেদের ক্ষমতা বাড়াতে যখন মরিয়া শাসক দল ও বিরোধী । ঠিক সে সময় ডুয়ার্সের বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানে বন্ধের নোটিশ। এই নিয়ে গত চার বছরে তিনবার বাগান বন্ধ হল। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই বাগানে সমস্যা চলছিল। বাগান ঠিকমতো পরিচর্যা করা হচ্ছিল না।

প্রতিদিনের মতো শনিবারও বাগানে কাজে যোগ দিবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন শ্রমিকরা। কিন্তু প্রতিদিনের মতো এদিন বাগান থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে শ্রমিকরা ফ্যাক্টরিতে গিয়ে দেখেন কেউ নেই স্বাভাবিকভাবে শ্রমিকরা বুঝতে পারেন যে বাগান বন্ধ করে চলে গিয়েছে মালিক কর্তৃপক্ষ।

আরও পড়ুন-শিলাবৃষ্টি আর পোকায় ব্যাপক ক্ষতি বেগুন চাষে! বিপাকে কৃষকরা

আরও পড়ুন-বিশেষ ভাবে সক্ষমদের কৃত্রিম অঙ্গদান! ঘটনা জানলে চোখে জল আসবে

বন্ধের নোটিশ দেখে দুশ্চিন্তায় চা শ্রমিকরা।বাগান বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে দেবপাড়া চা বাগানের প্রায় ১২০০ শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন থেকে খুবই খারাপ অবস্থা চলছে। আজ সকালে সাইরেন বাজেনি, হঠাৎ করে দেখি বাগান বন্ধ। খবর পেয়ে বাগানে আসেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়া সহ নেতৃত্বরা।

সুরজিৎ দে

Published by:Riya Das
First published:

Tags: Dooars, Jalpaiguri, Tea Garden