শিলিগুড়ি: মহানন্দা! নামটা শুনলেই এক উত্তরে নদীর কথা মনে আসে। সেই উত্তরবঙ্গের 'মহা' নদী দূষিত নদীর মধ্যে শীর্ষে। যা এখন ভাবাতে শুরু করেছে গোটা শিলিগুড়িকে। আর সেই ভাবনা থেকেই মহানন্দা নদীকে দূষণ মুক্ত করতে এবারে নামলেন শিলিগুড়ির একঝাঁক তরুণ, তরুণী সঙ্গে সিআরপিএফ (CRPF)। \"আনপ্লাস্টিক মহানন্দা (Unplastic Mahananda)\" এই স্লোগানকে সামনে রেখেই শিলিগুড়ির গর্ব মহানন্দা নদীকে (Mahananda River Siliguri) দূষণের হাত থেকে বাঁচাতে ইউথ অব ইণ্ডিয়া ফাউণ্ডেশনের (Youth of India Foundation) এই উদ্যোগ। নদীর জল তো বটেই, নদী লাগোয়া চরও প্লাস্টিকের ক্যারিব্যাগের পাহাড় (heap of plastic carry bag)। যার জেরে দূষণের মাত্রা বেড়েই চলছে দিন কে দিন। নদীয়ালি মাছ দূরের কথা, জলজ উদ্ভিদেরও দেখা নেই। দিন দিন কমছে নাব্যতা। নদীকে বাঁচাতেই নবীনদের এগিয়ে আসা। এই নদীকে দূষণ মুক্ত করতে বহু আন্দোলন হয়েছে। গ্রিন ট্রাইব্যুনাল (green tribunal) নির্দেশ দিয়েছে। এমনকি ইতিমধ্যে নতুন মেয়র গৌতম দেব-ও (Mayor Goutam Deb) নদীবুকে খাটালগুলিকে স্থানান্তরিত করার পরিকল্পনা হাতে নিয়েছেন। তবুও মহানন্দা এখনও \"দূষিত মহানন্দাতেই!\" (Mahananda River)যাদের দায়িত্ব নিরাপত্তা রক্ষার, আজ তাঁরা ঝাড়ু হাতে নদীতে নেমে পরিষ্কার করলেন দূষণে জর্জরিত মহানন্দা নদী (Mahananda River)। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মহানন্দা নদী ও নদীঘাট পরিষ্কারে যেমন সাধারণ মানুষেরা এগিয়ে এসেছে, তেমনই সহযোগিতার হাত বাড়িয়ে দিল শিলিগুড়ির কাওয়াখলী সিআরপিএফ ক্যাম্পের প্রায় ১৫০ জন সেনা জওয়ান। এদিন সকালে তাঁদের ঝাড়ু হাতে মহানন্দা নদীতে সাফাই কাজ করতে দেখা যায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত সিআরপিএফ ডিআইজি (CRPF DIG) অনিল কুমার বলেন, 'কেন্দ্রীয় সরকার বরাবরই স্বচ্ছতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বার্তা দেয়। আর আমরা দেশে কর্মরত সৈনিক। আমাদেরও দায়িত্ব এই অভিযানে অংশগ্রহণ করা। এই কারণেই এই অভিযানের খবর পেয়ে আমরা এই কাজে সহযোগিতা করছি। আমাদের কাছে থাকা নদী পরিষ্কারের যন্ত্রাংশ ও ১৫০ জন সেনা জওয়ান মিলে মহানন্দা নদীদূষণ (Mahananda River Pollution) রোধে হাত বাড়িয়েছি। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা দেখার দায়িত্ব যেমন আমাদের উপর রয়েছে তেমনই নদীগুলোকে দূষণ মুক্ত করার কাজ আমাদেরই। মহানন্দা নদী (Mahananda River) দূষণের ফলে তার রূপ হাড়িয়ে ফেলেছে তাই আমরা চাই মহানন্দা দূষণ মুক্ত হয়ে উঠুক।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CRPF, Jalpaiguri, Siliguri