হোম /খবর /জলপাইগুড়ি /
বাচ্চাদের খেলার পার্ক গরু-ছাগলের দখলে, মনের আনন্দে ঘুঁটে লেপছেন স্থানীয়রা!

Jalpaiguri News: চড়ে বেড়াচ্ছে গরু-ছাগল, বাচ্চাদের খেলার জায়গায় গোবরের ঘুঁটে লেপা! এ পার্ক না গোচারণ ভূমি?

X
title=

শিশুদের খেলার পার্ক গরু-ছাগলের দখলে! যা দেখে গোচারণ ভূমি ছাড়া অন্য কিছু মনে হওয়া কঠিন

  • Share this:

জলপাইগুড়ি: আজ থেকে বছর ৮-১০ আগেও শৈশবে ছেলেমেয়েদের বিকেলের অবধারিত গন্তব্য ছিল বাড়ির কাছের পার্ক বা উদ্যান। তবে এখন সেই রীতিতে অনেকটাই ছেদ পড়েছে। তাছাড়া করোনার জন্য গত দু'বছর শিশুরা বাইরে গিয়ে খেলাধুলা করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এখন পরিস্থিতি একটু ঠিক থাকায় তারা আবার বাইরে যাওয়া শুরু করেছে। কিন্তু জলপাইগুড়ির রাজগঞ্জের বেলাকোবা এলাকার শিশুরা সেই সুযোগ থেকে বঞ্চিত। কারণ সেখানকার একমাত্র পার্কটি গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে! পাশাপাশি সেটি আবর্জনা ফেলার মূল জায়গাতেও পরিণত হয়েছে!

জলপাইগুড়ির বেলাকোবা পার্কে গেলে দেখা যাবে, সেখানে জামাকাপড় ধুয়ে শুকোতে দেওয়া হয়েছে। কেউ অবার পার্কের মধ্যে বসার জায়গায় গরুর গোবরের ঘুঁটে দিয়ে রেখেছে! যা দেখে পার্কে ঘুরে বেড়ানো তো দূরের কথা বাচ্চাদের গা গুলিয়ে উঠতে পারে।

তাছাড়া এই পার্কের যাবতীয় খেলার সরঞ্জাম ভেঙে পড়েছে। যাদের জন্য পার্ক সেই শিশুদেরই এখন আর কোনও জায়গা নেই এখানে। আগাছার জঙ্গলে ভরে গেছে গোটা জায়গাটা। দীর্ঘদিন এই পার্কের কোনও সংস্কার হয়নি। একসময় ঘটা করে এই পার্কের উদ্বোধন করেছিলেন রাজগঞ্জের বিধায়ক। কিন্তু সেই পার্ক‌ই আজ শিশুদের বদ্ধভূমিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরের ৪৩ টি স্কুলে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি

বেলাকোবার এই পার্ক নিয়ে সেখাকার এক বাসিন্দা বলেন, "উদ্বোধনের পর ক'দিন বেশ চলেছিল এই পার্ক। কিন্তু তেমনভাবে সংস্কার না হওয়ায় বন্ধ হয়ে পড়ে রয়েছে। এখন এখানে গরু, ছাগল চড়ে বেড়ায়।" এই প্রসঙ্গে রাজগঞ্জের বিধায়ক জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। দ্রুত প্রশাসনের সঙ্গে কথা বলে পার্ক সংস্কারের ব্যবস্থা করবেন।

সুরজিৎ দে

Published by:Kaustav Bhowmick
First published:

Tags: Jalpaiguri News