হোম /খবর /জলপাইগুড়ি /
জলপাইগুড়িতে দেখা মিলল ডাইনোসরের? এ কী কাণ্ড! আসল ঘটনায় অবাক হবেন

Jalpaiguri News: জলপাইগুড়িতে দেখা মিলল ডাইনোসরের? এ কী কাণ্ড! আসল ঘটনায় অবাক হবেন

X
বিভিন্ন [object Object]

দুর্লভ জীবাশ্ম, খনিজ নিয়ে এক সচেতনতামূলক প্রদর্শনীর সাক্ষী থাকল শহর৷

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি: জপাইগুড়িতে দেখা মিলল বিলুপ্ত প্রাণী ডাইনোসরের। তবে হ্যাঁ সেটি জীবন্ত নয়। দুর্লভ জীবাশ্ম, খনিজ নিয়ে এক সচেতনতামূলক প্রদর্শনীর সাক্ষী থাকল শহর৷

এক অভিনব সচেতনতা মূলক প্রদর্শনীর আয়োজন করল  সায়েন্স এন্ড নেচার ক্লাব অফ জলপাইগুড়ি। এই প্রসঙ্গে ক্লাবের সম্পাদক ড: রাজা রাউত বলেন, "আজকের এই খনিজ, এবং জীবাশ্মগুলোর মধ্যে রয়েছে ডাইনোসোরের ডিম আর শরীরের হাড়। এই জীবাশ্মর প্রদর্শনী করার কারণ শিশুদের আরও ভূতাত্ত্বিক বিষয়ের উপর আরও বেশি আগ্রহী করে তোলা।

এই ক্লাবের সদস্য তথা ভারত বিখ্যাত ভূবিজ্ঞানী প্রদীপ সেনগুপ্ত নিজেই এসেছেন এই দুর্লভ জীবাশ্ম, খনিজগুলোর সঙ্গে ছাত্র ছাত্রীদের পরিচয় করিয়ে দিতে। যাতে আগামীতে বিজ্ঞানের্ড নওপর আকর্ষণ অনুভব করে নতুন প্রজন্ম।এই বিশেষ সচেততামূলক প্রদর্শনী প্রসঙ্গে ভূ বিজ্ঞানী প্রদীপ সেনগুপ্ত বলেন, "এটি খুবই স্বল্প সংরক্ষণ যা আমি জলপাইগুড়ি সাইন্স অ্যা নেচার ক্লাবকে দিয়েছি, যাতে আগামী প্রজন্ম এই প্রসঙ্গে আরও বেশি হাতে কলমে জ্ঞান অর্জন করতে পারে।"

আরও পড়ুন: দাম্পত্যে বাধা হয়নি ধর্ম! 'আমার স্ত্রী গর্বিত মুসলিম, আমি গর্বিত হিন্দু...' মুখ খুললেন মনোজ বাজপেয়ী

প্রদর্শনীতে অংশ নেওয়া মধুস্মিতা রায় বলে, "খুবই অবাক হয়েছি এই ডাইনেসরের ডিম, হাড় দেখে। এগুলো সিনেমায় দেখতাম আজ হাতে স্পর্শ করে দেখলাম। একটা ইচ্ছে পূরণ হল। অনেক অভিজ্ঞতা হল কারণ এই বিষয়গুলো শুধু  বইয়ের মধ্যে পড়েছি৷ সামনে দেখে কীরকম দেখতে হয় তা এই প্রথম।

সুরজিৎ দে

Published by:Rachana Majumder
First published:

Tags: Jalpaiguri