হোম /খবর /জলপাইগুড়ি /
কন্টেনার থেকে উদ্ধার বার্মা টিক! বনদফতরের জালে ২

Jalpaiguri News: কন্টেনার থেকে উদ্ধার বার্মা টিক! বনদফতরের জালে ২

প্রচুর বার্মা টিক উদ্ধার

প্রচুর বার্মা টিক উদ্ধার

বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকায় থেকে ১ কোটি টাকার বার্মা টিক উদ্ধার করা হয়।

  • Local18
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি:  বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকায় থেকে ১ কোটি টাকার বার্মা টিক উদ্ধার করা হয়। একটি ট্রাকের কন্টেনারে পাচার করা হচ্ছিল বার্মা টিক। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তৎক্ষনাৎ গ্রেফতার করা হয় ট্রাক ড্রাইভারকে ।

বনদফতরসূত্র থেকে জানা যায়,  বৃহস্পতিবার রাতে বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তর কাছে বার্মা টিক পাচারের খবর আসে। জানা যায় ৩১ নং জাতীয় সড়ক ধরে আসাম থেকে কলকাতায় পাচার করা হবে প্রচুরবার্মা টিক।

আরও পড়ুন: পেশায় ব্যবসায়ী, কিন্তু রোজ এলাকায় ঝাড়ু দেন! কারণ শুনলে চমকে যাবেন

সেই খবরের ভিত্তিতেই গভীর রাতে  পানিকৌড়ি এলাকায় টিম নিয়ে নাকা চেকিং চালান রেঞ্জ অফিসার। পরে সন্দেহভাজন একটি ট্রাক ও একটি কন্টেইনার দাঁড় করিয়ে তল্লাশি করতেই বেরিয়ে আসে প্রায় ১ কোটি টাকার বার্মা টিক।

আরও পড়ুন: ‘এভাবে’ ধরা হচ্ছে নদীর মাছ? হয়ে যাচ্ছে মারাত্মক ক্ষতি...

বনদফতর সূত্র থেকে জানা যায়,  কলকাতার সুনিল ও গোপাল ভালোটিয়া নামে ২ ব্যক্তির  কাছেই পাচার করা হচ্ছিল এই কাঠ।  ট্রাক ও কন্টেইনার মিলে প্রায় ১ কোটি টাকার কাঠ উদ্ধার করা হয়।

ইতিমধ্যেই সাজি এন ও  শংকর গঙ্গা রাজু নামে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ২ অভিযুক্তকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

সুরজিৎ দে

Published by:Anulekha Kar
First published:

Tags: Jalpaiguri News