• associate partner
corona virus btn
corona virus btn
Loading

সুপারহিট বলিউডি গানের সঙ্গে উদ্দাম নাচ, যজুবেন্দ্র চাহালের বাগদত্তার নাচের ভিডিও সুুপার ভাইরাল

সুপারহিট বলিউডি গানের সঙ্গে উদ্দাম নাচ, যজুবেন্দ্র চাহালের বাগদত্তার নাচের ভিডিও সুুপার ভাইরাল
Photo Courtesy- Instagram

‘আপনা টাইম আয়েগা’ -র ছন্দে যা নাচলেন চাহালের হবু বউ -মাথা ঘুরে যাওয়ার যোগাড়!

  • Share this:

#মুম্বই: ক্রিকেটার যজুবেন্দ্র চাহালের বাগদত্তা ধনশ্রী ভর্মা সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ৷  নিজের বিভিন্ন রকমের ডান্স ভিডিও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি৷ ওনার পোস্ট করা সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় দারুণ পপুলার হয়৷ ফ্যানরা সেই পোস্ট করা ভিডিওগুলি মুহূর্তেই হয়ে যায় ভাইরাল৷ ধনশ্রীর সম্প্রতি পোস্ট করা ভিডিওতে ডান্সের ধুম মাচিয়েছেন তিনি৷ এই বার চাহালের হবু বউ ‘আপনা টাইম আয়েগা’ গানটিতে তাঁর নাচ মোহিত করে দিয়েছে সকলকে৷ একদিনের মধ্যে ভিডিওটির ভিউ ৭ লক্ষ ছাড়িয়ে গেছে৷

এই গানটি রণবীর সিং অভিনীত সিনেমা -‘গালি বয়’ ছবিতে ব্যবহৃত হয়েছিল৷ এবার নিজের নাচের পর গানটিতেই রণবীরকে নাচের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন চাহালের গার্লফ্রেন্ড৷

আইপিএল ২০২০ তে খেলতে যাওয়ার আগে ধনশ্রী-র সঙ্গে বাগদান সেরে গেছেন যজুবেন্দ্র চাহাল৷ সোশ্যাল মিডিয়ায় নিজের বাগদানের ছবি শেয়ার করে ফ্যানদের সুসংবাদটা দিয়েছিলেন তিনি৷ সংবাদ সূত্রের খবর অনুযায়ি এঁরা দীর্ঘদিনের বন্ধু ছিলেন৷

ধনশ্রী একজন কোরিওগ্রাফার ও পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল চালান৷ ধনশ্রী সব ভিডিওতেই লক্ষ লক্ষ ভিউ হয়৷ যজুবেন্দ্র চাহাল যখন আইপিএল খেলতে যাচ্ছিলেন তখন তাঁর সঙ্গে ছবি পোস্ট করেন তাঁর হবু বউ৷  আর ক্যাপশনে লিখেছিলেন ‘ভাল করে স্পিন করাও আর আরসিবিকে জেতাও৷ ’

আইপিএল ২০২০ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা৷ আরসিবি এখনও অবধি কখনও আইপিএল জেতেননি৷ বিরাট কোহলির নেতৃত্বে এবার সংযুক্ত আরব আমিরশাহিতে ফের খেলবে আরসিবি৷ তাদের লক্ষ্য এবার নিজদের প্রথম খেতাব ঘরে তোলা৷

Published by: Debalina Datta
First published: August 31, 2020, 5:33 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर