• Home
 • »
 • News
 • »
 • ipl
 • »
 • সুপারহিট বলিউডি গানের সঙ্গে উদ্দাম নাচ, যজুবেন্দ্র চাহালের বাগদত্তার নাচের ভিডিও সুুপার ভাইরাল

সুপারহিট বলিউডি গানের সঙ্গে উদ্দাম নাচ, যজুবেন্দ্র চাহালের বাগদত্তার নাচের ভিডিও সুুপার ভাইরাল

Photo Courtesy- Instagram

Photo Courtesy- Instagram

‘আপনা টাইম আয়েগা’ -র ছন্দে যা নাচলেন চাহালের হবু বউ -মাথা ঘুরে যাওয়ার যোগাড়!

 • Share this:

  #মুম্বই: ক্রিকেটার যজুবেন্দ্র চাহালের বাগদত্তা ধনশ্রী ভর্মা সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ৷  নিজের বিভিন্ন রকমের ডান্স ভিডিও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি৷ ওনার পোস্ট করা সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় দারুণ পপুলার হয়৷ ফ্যানরা সেই পোস্ট করা ভিডিওগুলি মুহূর্তেই হয়ে যায় ভাইরাল৷ ধনশ্রীর সম্প্রতি পোস্ট করা ভিডিওতে ডান্সের ধুম মাচিয়েছেন তিনি৷ এই বার চাহালের হবু বউ ‘আপনা টাইম আয়েগা’ গানটিতে তাঁর নাচ মোহিত করে দিয়েছে সকলকে৷ একদিনের মধ্যে ভিডিওটির ভিউ ৭ লক্ষ ছাড়িয়ে গেছে৷

  এই গানটি রণবীর সিং অভিনীত সিনেমা -‘গালি বয়’ ছবিতে ব্যবহৃত হয়েছিল৷ এবার নিজের নাচের পর গানটিতেই রণবীরকে নাচের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন চাহালের গার্লফ্রেন্ড৷

  আইপিএল ২০২০ তে খেলতে যাওয়ার আগে ধনশ্রী-র সঙ্গে বাগদান সেরে গেছেন যজুবেন্দ্র চাহাল৷ সোশ্যাল মিডিয়ায় নিজের বাগদানের ছবি শেয়ার করে ফ্যানদের সুসংবাদটা দিয়েছিলেন তিনি৷ সংবাদ সূত্রের খবর অনুযায়ি এঁরা দীর্ঘদিনের বন্ধু ছিলেন৷

  ধনশ্রী একজন কোরিওগ্রাফার ও পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল চালান৷ ধনশ্রী সব ভিডিওতেই লক্ষ লক্ষ ভিউ হয়৷ যজুবেন্দ্র চাহাল যখন আইপিএল খেলতে যাচ্ছিলেন তখন তাঁর সঙ্গে ছবি পোস্ট করেন তাঁর হবু বউ৷  আর ক্যাপশনে লিখেছিলেন ‘ভাল করে স্পিন করাও আর আরসিবিকে জেতাও৷ ’

  আইপিএল ২০২০ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা৷ আরসিবি এখনও অবধি কখনও আইপিএল জেতেননি৷ বিরাট কোহলির নেতৃত্বে এবার সংযুক্ত আরব আমিরশাহিতে ফের খেলবে আরসিবি৷ তাদের লক্ষ্য এবার নিজদের প্রথম খেতাব ঘরে তোলা৷

  Published by:Debalina Datta
  First published: