#নয়াদিল্লি : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি সোমবার এক বড় কৃতিত্ব নিজের নামে করে ফেলেলন৷ দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে বিরাট ৩৯ বলে ৪৩ রানের একটি ইনিংস খেলেন৷ দলকে জেতানোর জন্য অধিনায়ক বিরাটের এই ইনিংস যথেষ্ট ছিল না ৷ কিন্তু এদিনের ম্যাচে ১০ রান করা মাত্রই এদিন এক দারুণ ক্লাবে ঢুকে গেলেন৷ ভারতের ক্রিকেট অধিনায়ক শুধুমাত্র টি টোয়েন্টি ম্যাচে ৯০০০ রান বানিয়ে ফেললেন তিনি৷ আইপিএলের ১৩ তম মরশুমে শুরুতে ফর্মহীণতায় ভুগলেও ধীরে ধীরে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন৷ এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭২ রান করে দলকে জয় এনে দিয়েছিলেন৷
বিরাট কোহলি দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে চতুর্থ ওভারের প্রথম বলে চার মারেন৷ আর এর সঙ্গেই ব্যক্তিগত ১০ রান পূর্ণ করে নেন৷ এই রানের পরেই ইতিহাস তৈরি করলেন বিরাট৷ প্রথম ভারতীয় হিসেবে টি টোয়েন্টিতে ৯০০০ রানের মালিক হলেন তিনি৷ বিরাট কোহলি এখনও অবধি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক৷ তিনি এখনও অবধি ১৮২ টি ম্যাচে ৩৭.৭২ গড়ে ১৩০. ৯৯ স্ট্রাইকরেটে ৫৫৪৫ রান করেছেন৷
টি টোয়েন্টি ৯০০০ রানের পেরোন ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ক্রিস গেইল, কায়রন পোলার্ড, শোয়েব মালিক, ব্র্যান্ডন ম্যাককালাম, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ৷ গেইল ( ১৩২৯৬), পোলার্ড (১০৩৪৫), শোয়েব মালিক (৯৯২৬), ম্যাককালাম (৯৯২২), ওয়ার্নার (৯৪৫১) এবং ফিঞ্চ (৯১৬১) রান করেছেন৷
বিরাট কোহলি ২৭১ ম্যাচ খেলে এই নজির গড়লেন৷ এরমধ্যে তাঁর নামের পাশে ৫ টি শতরান ও ৬৫টি অর্ধশতরান রয়েছে৷ আইপিএলে বিরাট এখনও অবঝি ৫ টি শতরান ও ৩৭ টি অর্ধশতরান করেছেন৷ তাঁর আইপিএল কেরিয়ারে ছক্কার সংখ্যা ১৯৩ টি এবং চার মেরেছেন ৪৮৯ টি৷যদিও বিরাটের এই নজিরের দিনে অধিনায়ক বিরাটের দিনটা বিশেষ ভালো গেল না৷ দিল্লি ক্যাপিটাল্সের কাছে ৫৯ রানে হারতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে৷ এদিনের ম্যাচে টসে জিতে বিরাট ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন৷ দিল্লির বোলাররা এদিন কার্যত ভিত নড়িয়ে দেয় আরসিবি-র৷ ৫৯ রানে জয়ের ফলে তারা আইপিএল টেবলের এক নম্বরে পৌঁছে গেল ৷
দিল্লির মার্ক স্টোয়েনিস ২৬ বলে দুটি ছয় ও ৬টি চারের সাহায্যে ৫৩ রান করেন৷ ঋষভ পন্থ করেন ৩৭ ৷ চতু্র্থ উইকেটে এই দুই ক্রিকেটারের জুটিতে দিল্লি ক্যাপিটাল্স তোলে ৮৯ রান৷ তাঁদের দুরন্ত জুটির সাহায্যে দিল্লি ১৯৬ রান করে৷ পাশাপাশি বল হাতে দিল্লির হয়ে কাগিসিও রাবাদা ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন৷ এছাড়া স্পিনার অক্ষর প্যাটেল ১৮ রান দিয়ে ২টি উইকেট নেন৷ এনরিচ নোর্ৎজে ২২ রান দিয়ে ২ উইকেট নেন৷ অশ্বিনের ঝোলাতেও এসেছে ১ উইকেট৷ এই দুরন্ত বোলিংয়ের সামনে আরসিবি ১৩৭ রানই তুলতে পেরেছিল৷
বিরাট কোহলি এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন৷ তিনি ছাড়া আর কোনও ক্রিকেটারই ২০ রানের গণ্ডিও পেরোতে পারেনি৷ দিল্লি পাঁচ ম্যাচের ৪ টি তে জিতে ৮ পয়েন্ট নিয়ে আইপিএল টেবলের এক নম্বরে পৌঁছে গেছে৷ আরসিবি-র পাঁচ ম্যাচ ৬ পয়েন্ট৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL, IPL 2020, Virat Kohli