• Home
 • »
 • News
 • »
 • ipl
 • »
 • সে কী! দল থেকে বাদ পড়লেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি? তা হলে রইলেন কারা?

সে কী! দল থেকে বাদ পড়লেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি? তা হলে রইলেন কারা?

তিন ধারাভাষ্যকার, ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, নিউজিল্যান্ডের সাইমন ডোল এবং অস্ট্রেলিয়ার মাইকেল স্লেটার বেছে নিলেন তাঁদের স্বপ্নের টিম।

তিন ধারাভাষ্যকার, ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, নিউজিল্যান্ডের সাইমন ডোল এবং অস্ট্রেলিয়ার মাইকেল স্লেটার বেছে নিলেন তাঁদের স্বপ্নের টিম।

তিন ধারাভাষ্যকার, ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, নিউজিল্যান্ডের সাইমন ডোল এবং অস্ট্রেলিয়ার মাইকেল স্লেটার বেছে নিলেন তাঁদের স্বপ্নের টিম।

 • Share this:

  #কলকাতা:১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন তিন ধারাভাষ্যকারের উপরে চাপানো হয়েছিল স্বপ্নের দল বানানোর মতো এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর সেই দল থেকেই কি না বাদ পড়লেন ভারতীয় ক্রিকেট টিমের বর্তমান এবং প্রাক্তন অধিনায়ক! কথা হল, মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলি যদি না-ই থাকেন, তা হলে স্বপ্নের ক্রিকেট টিম কোন তারকা খেলোয়াড়ের ভরসায় তৈরি করলেন এই তিন ধারাভাষ্যকার? সেই নিয়েই আপাতত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

  তিন ধারাভাষ্যকার, ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, নিউজিল্যান্ডের সাইমন ডোল এবং অস্ট্রেলিয়ার মাইকেল স্লেটার বেছে নিলেন তাঁদের স্বপ্নের টিম। বিশপের পছন্দের অধিনায়ক কিয়েরন পোলার্ড। সেই দলে থাকলেন কে এল রাহুল, রশিদ খান, যশপ্রীত বুমরা। স্লেটার অধিনায়ক হিসেবে বেছে নিলেন শ্রেয়স আইয়ারকে। দলে থাকলেন ঋষভ পন্থ, ময়ঙ্ক আগরওয়াল। ও দিকে আবার ডোলের পছন্দের অধিনায়ক এ বি ডেভিলিয়ার্স। দলে নিলেন বরুণ চক্রবর্তী, কাগিসো রাবাডাকে। তিনজনেরই তৈরি করা দলেই জায়গা পেয়েছেন দিল্লি অধিনায়ক শ্রেয়ল আইয়ার৷

  এক নজরে দেখে নেওয়া যাক তিন জনের পছন্দের ১১ ক্রিকেটারের স্বপ্নের টিমে কে কে রয়েছেন!

  ইয়ান বিশপের পছন্দ: পোলার্ড (অধিনায়ক), কে এল রাহুল, ফাফ ডুপ্লেসি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), হার্দিক পাণ্ড্য, রশিদ খান, মহম্মদ শামি, কাগিসো রাবাডা, যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চহাল।

  সাইমন ডোলের পছন্দ: এ বি ডেভিলিয়ার্স (অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, ঋষভ পন্থ, পোলার্ড (সহ অধিনায়ক), মার্কাস স্টোইনিস, রাবাদা, বুমরা, চাহাল, বরুণ চক্রবর্তী।

  স্লেটারের স্বপ্নের টিম: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), দেবদূত পারিক্কল, ময়ঙ্ক আগরওয়াল, ঈশান কিষান, এ বি ডেভিলিয়ার্স, ঋষভ পন্থ, ক্রুনাল পাণ্ড্য, রশিদ খান,কাগিসো রাবাডা, ট্রেন্ট বোল্ট।

  ১৩তম IPL এ বছর হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে সব ম্যাচ৷

  Keywords:

  Published by:Debamoy Ghosh
  First published: