হোম /খবর /বিনোদন /
পাক্কা ২ বছর পর নতুন হেয়ারস্টাইলে পর্দায় ফিরলেন শাহরুখ খান, এল KKR-এর গান

পাক্কা ২ বছর পর নতুন হেয়ারস্টাইলে পর্দায় ফিরলেন শাহরুখ খান, KKR-এর গান তুমুল ভাইরাল

এ বার কেকেআর-এর নতুন গান প্রকাশ পেল। সেখানেই নতুন লুকসে ধরা দিলেন কিং খান । হুডি পরে দূর্দান্ত প্রবেশ । তারপর লম্বা চুলের মারকাটারি লুকস দিয়ে সকলকে চমকে দিলেন ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: শেষ ছবি ছিল ‘জিরো’ । বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর আর বড় পর্দায় মুখ দেখাতে সাহস করেননি বলিউডের বাদশাহ । ২০১৮-র পর থেকে আর কোনও সিনেমায় দেখা যায়নি কিং খানকে । অনেকেই ধরে নিয়েছিলেন, পরপর ব্যর্থতার পর হয়তো বি-টাউন থেকে এক প্রকার পাততাড়ি গুটিয়েই নিয়েছেন শাহরুখ । কিন্তু সেটা যে শুধুই গুজব, তা আরও একবার প্রমাণ করলেন তিনি ।

সম্প্রতি তাঁকে দেখা গেল পর্দায়, ইউনিক হেয়ার স্টাইলে আর সেই পুরনো সিগনেচার স্টাইলে । এখন দুবাইতে চলছে আইপিএল । শাহরুখের দল কেকেআর-ও রয়েছে সেই লিগে । এ বার কেকেআর-এর নতুন গান প্রকাশ পেল। সেখানেই নতুন লুকসে ধরা দিলেন কিং খান । হুডি পরে দূর্দান্ত প্রবেশ । তারপর লম্বা চুলের মারকাটারি লুকস দিয়ে সকলকে চমকে দিলেন ।

এই মুহূর্তে শাহরুখের কেকেআর রয়েছে লিগ টেবলের চার নম্বরে । ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে তারা । নিজের দলকে আরও উদ্বুদ্ধ আর চাঙ্গা করতে এ বার ময়দানে নামলেন খোদ কেকেআর কর্তা । দূর্দান্ত গানে কাঁপিয়ে দিলেন ।

তার সঙ্গে আরও একটি নতুন খবর শোনা যাচ্ছে বলিপাড়ার অন্দরে । ভক্তদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফের নতুন সিনেমায় মুখ দেখাতে চলেছেন শাহরুখ খান । যশ রাজ ফিল্মসের ব্যানারে নাকি ‘পাঠান’ ছবিতে দেখা যাবে শাহরুখকে । তবে বর্তমানে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র ২৫ বছর পূর্তি নিয়ে দারুণ এক্সাইটেড শাহরুখ । জমিয়ে চলছে সেই সেলিব্রেশন ।

Published by:Simli Raha
First published:

Tags: IPL 2020, Kkr, Shah Rukh Khan