পর পর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মুম্বই৷ অন্যদিকে হারের হ্যাটট্রিক আটকাতে মরিয়া রাজস্থান৷ টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত ভাবে করলেও কেকেআর এবং আরসিবি-র কাছে হারের পর বেশ চাপে স্টিভ স্মিথের দল৷ ফলে আবু ধাবিতে ছন্দে থাকা মুম্বইকে হারিয়ে জয় পাওয়াটা যথেষ্টই কঠিন হবে রাজস্থানের কাছে৷ এই ম্যাচে মুম্বই প্রথম এগারোয় কোনও পরিবর্তন করেনি৷ কিন্তু রাজস্থান দলে তিনটি পরিবর্তন করেছে৷
এ বারের আইপিএল-এ শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের৷ চেন্নাইয়ের কাছে প্রথম ম্যাচে হারের পর অবশ্য ধীরে ধীরে ছন্দ খুঁজে পেয়েছে তারা৷ ব্যাটে রোহিত শর্মা, কুইন্টন ডি কক, ঈষাণ কিষান থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড প্রত্যেকেই রান পেয়েছেন৷ অন্যদিকে বল হাতে ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন, যশপ্রীত বুমরা বা রাহুল চহার, ক্রণাল পান্ডিয়ারাও দলকে ভরসা দিচ্ছেন৷
এখনও পর্যন্ত আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি টুর্নামেন্ট মিলিয়ে ২২ বার মুখোমুখি হয়েছে দুই দল৷ দুই দলই ১১ বার করে জিতেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।