#আবুধাবি: হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল৷ লড়ছিলেন শুধু জস বাটলার৷ তিনি ফিরে যেতেই শেষ হয়ে গেল রাজস্থানের সব আশা৷ মু্ম্বইয়ের বিরুদ্ধে ৫৭ রানে হেরে আইপিএল-এ হারের হ্যাটট্রিক করে ফেলল রাজস্থান৷ মাত্র ১৮.১ ওভারে ১৩৬ রানে শেষ হয়ে গেল রাজস্থানের ইনিংস৷ চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন যশপ্রীত বুমরাহ৷ ৫ বছর পর রাজস্থানকে হারাল মুম্বই৷
এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করে রাজস্থানের সামনে ১৯৪ রানের টার্গেট রেখেছিল মুম্বই৷ জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পর পর উইকেট হারাতে থাকে রাজস্থান৷ ট্রেন্ট বোল্ট এবং যশপ্রীত বুমরাহের দুরন্ত বোলিংয়ের সামনে একে একে ফিরে যান যশস্বী জয়সওয়াল, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসনরা৷ কিন্তু একা লড়ছিলেন জস বাটলার৷ তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, মনে হচ্ছিল পঞ্জাব ম্যাচের মতোই আবারও অঘটন ঘটালেও ঘটাতে পারে রাজস্থান৷মুম্বইয়ের হয়ে এ দিন দু'টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং জেমস প্যাটিনসন৷
কিন্তু ৪৪ বলে ৭০ রানের মাথায় প্যাটিনসনের বলে অবিশ্বাস্য ক্যাচে বাটলারকে ফিরিয়ে দেন কায়রন পোলার্ড৷ প্যাটিনসনের বলে প্রায় উড়িয়ে দিয়েছিলেন বাটলার৷ কিন্তু বাউন্ডারি লাইনের ধারে অনেকটা উচ্চতায় লাফিয়ে এক হাতে সেই বল প্রথমে ধরে ফেলেন পোলার্ড৷ প্রথম চেষ্টায় বল হাত থেকে ফস্কে গেলেও দ্বিতীয়বারের চেষ্টায় ক্যাচ সম্পূর্ণ করেন তিনি৷ আর ওখানেই শেষ হয়ে যায় রাজস্থানের যাবতীয় আশা৷
It's that man again. Pollard! Times his jump to perfection. Gets a hand on it, and then composes himself to take the rebound. Buttler's brilliant innings comes to an end. #Dream11IPL pic.twitter.com/0bX5Z2uprk
— IndianPremierLeague (@IPL) October 6, 2020
সূর্যকুমার যাদবের ৪৭ বলে ৭৯ রানে অপরাজিত রানের ইনিংসের সৌজন্যে রাজস্থানের সামনে ১৯৪ রানের টার্গেট রেখেছিল মুম্বই৷ম্যাচের সেরাও বাছা হয় তাঁকে৷ এই ম্যাচে জয়ের ফলে চার ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করল মুম্বই৷ দিল্লি ক্যাপিটালসের মতোই ৫ ম্যাচ খেলে চারটি জয় পেল রোহিত শর্মার দল৷ দিল্লিকে টপকে রান রেটের বিচারেও লিগ শীর্ষে পৌঁছে গেল মুম্বই৷ অন্যদিকে পর পর তিন ম্যাচে হেরে ৪ পয়েন্টেই আটকে থাকল স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস৷