#দুবাই : আইপিএল ২০২০-র ১২তম ম্যাচে আজ ৩০ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হতে চলেছে। স্বভাবতই এই ম্যাচ ঘিরে কলকাতাবাসীদের উত্তেজনা তুঙ্গে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হতে চলা কেকেআর বনাম আরআর ক্রিকেটযুদ্ধ ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭.৩০ থেকে সম্প্রচারিত হবে।
দীনেশ কার্তিকের নেতৃত্বে আইপিএল ২০২০-এর ১৩তম সিজনে কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জিততে না পারলেও, পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পায়। আজকে সন্ধেয় কলকাতা মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালসের। কেকেআর তাদের এই তৃতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখার জন্য যে মরিয়া হয়ে উঠবে তা আর বলে না দিলেও চলবে।
রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ৪৯ রানে হেরে যায়। মুম্বই প্রথমে ব্যাটে নেমে কলকাতার জন্য ১৯৬ রানের টার্গের্ট রাখে। ২০ ওভারে সেই রান ছুঁতে গিয়ে কলকাতা মাত্র ১৪৬-এ অলআউট হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে কলকাতা, হায়দরাবাদের রাখা ১৪৩ রানের টার্গেট ১৮ ওভারে ৭ উইকেটের বিনিময়ে খুব সহজেই হাসিল করে।
অন্য দিকে স্টিভ স্মিথের ক্যাপ্টেন্সিতে রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত দারুন পারফর্ম্যান্স দেখিয়েছে। এই সিজনে খেলতে নামা দুটো ম্যাচেই তারা জয় পেয়েছে। স্বাভাবিক ভাবেই কলকাতার সঙ্গে খেলতে চলা তৃতীয় ম্যাচে রাজস্থান তাদের জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করবে।
সিজনে রাজস্থান তাদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়। রাজস্থান প্রথমে ব্যাটে নেমে ২১৬ রানে তাদের ইনিংস শেষ করে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই ২১৭ রানের টার্গেট খেলতে নেমে মাত্র ২০০ রানেই রাজস্থানের কাছে হার মানে।
রাজস্থান রয়্যালস তাদের দ্বিতীয় ম্যাচ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামে। কেএল রাহুলের নেতৃত্বাধীন পঞ্জাব ২০ ওভারে ২২৩ রানের এক বড় ইনিংস-এর টার্গেট রাজস্থানের দিকে ছুঁড়ে দেয়। তবে রাজস্থান ৬ উইকেট খুইয়ে শেষ তিন বল বাকি থাকতে সেই টার্গেট পূরণ করে।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ:শুভমান গিল, সুনীল নারিন, দীনেশ কার্তিক, নীতিশ রানা, ইয়ন মরগ্যান, অ্যান্ড্রে রাসেল, নিখিল নায়ক, প্যাট কামিন্স, শিভম মাভি, কুলদীপ যাদব, সন্দীপ ওয়ারিয়ার।রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ:
জস বাটলার, যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ, রবিন উথাপ্পা, রিয়ান পরাগ, জোফরা আর্চার, শ্রেয়স গোপাল, টম কারান, জয়দেব উনাদকাট এবং রাহুল তেওয়াটিয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL, IPL 2020. KKR