#দুবাই: গত রবিবার এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষা থাকল সারা ক্রিকেট বিশ্ব ৷ আইএলে ইতিহাসে প্রথম দুটি সুপার ওভার ৷ মুম্বই ও কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে পঞ্জাব ২ উইকেটে হারিয়েছে মুম্বইকে ৷ ম্যাচের সময়ে সবার নজর ছিল খেলার দিকে চরম উত্তেজনাকর মুহূর্তেও সবার নজর ছিনিয়ে নিয়েছেন এই সুন্দরী ৷ সুপার ওভার চলাকালীন মেয়েটির ভাবভঙ্গি বারেবারে আকৃষ্ট করেছে তাই তো ক্যামেরা কোনও বাবেই ফেরানো যায়নি মেয়েটির দিক থেকে ৷
#MIvKXIP Efforts Matters 🦁🔥 Cameraman efforts too pic.twitter.com/1U0tCTnUE4
— Pranjal Tripathi (@pranjalt22) October 18, 2020
Sting would have made another Desert Rose had he seen her today.#MIvsKXIP #KXIPvsMI pic.twitter.com/08ZozhAkJa
— Pranit Bhandula (@pranitbhandula) October 18, 2020
তারপরেই শুরু হয় মেয়েটির খোঁজ, ইন্টারনেটে সার্চের পর সার্চ অবসেষে মিলেছে উত্তর ৷ জানতে পারা গিয়েছে মেয়েটির নাম রিহানা লালওয়ানি, বয়স মাত্র ২৩ বছর, দুবাইয়ের বাসিন্দা ৷ রিহানার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা খুব একটা কম নয় ৷ ট্রেন্ড করছেন সুপার গার্ল বা সুপার ওবার গার্ল ৷ অপ্রত্যাশিত ভাবে ভাইরাল হওয়ার আনন্দ কিছুতেই চেপে রাখতে পারেননি ৷
যা চোখেমুখে ফুটে উঠেছে ৷ চর্চার পর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায় ৷ ফেসবুকে সূত্রে খবর পাওয়া গিয়েছে দুবাইয়ের জুমিরাহ কলেজ থেকে স্নাতক পাশ করেছেন, বর্তমানে ইংল্যান্ডে উচ্চতর লেখাপড়া করছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2020