#দুবাই: প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদের সামনে ১৬৪ রানের টার্গেট রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ এ দিন টসে জিতে ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷ ব্যাঙ্গালোরের হয়ে এ দিন দুরন্ত অভিষেক ঘটান তরুণ ওপেনিং ব্যাটসম্যান দেবদত্ত পাড়িক্কল৷ ৪২ বলে ৫৬ রানের ইনিংস খেলেন এই বাঁ হাতি ওপেনার৷ আর ইনিংসের শেষ দিকে যথারীতি পরিচিত ছন্দে ধুন্ধুমার ব্যাটিং করলেন এ বি ডেভিলিয়ার্স৷ মাত্র ৩০ বলে ৫১ রানের ইনিংস খেলে আরসিবি স্কোর ১৬০-এর উপরে নিয়ে যেতে সাহায্য করেন তিনি৷ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ তোলে আরসিবি৷
Here it is!
200 SIXES in IPL for Mr 360 @ABdeVilliers17 #Dream11IPL #SRHvRCB pic.twitter.com/b4AZIP2NdE— IndianPremierLeague (@IPL) September 21, 2020
যদিও প্রায় ছ' মাস বাদে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেমে ১৩ বলে ১৪ রান করেই নবাগত নটরাজনের বলে ফিরে যান বিরাট৷
A dream debut for Natarajan as he picks up the wicket of #RCB Skipper.Live - https://t.co/iJSJnKDLto #Dream11IPL #SRHvRCB pic.twitter.com/0j9fwXdHfR
— IndianPremierLeague (@IPL) September 21, 2020
তবে এ দিন খেলা শুরু হওয়ার কয়েক ওভারের মধ্যেই জোর ধাক্কা খায় সানরাইজার্স হায়দরাবাদ৷ কারণ প্রথম ওভারে বোলিং করতে এসেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকে৷ ফলে কার্যত একজন কম বোলারকে নিয়েই খেলতে হয় হায়দরাবাদকে৷ মার্শ ব্যাটিং করতে পারেন কি না, সেটাও এখন দেখার৷
His fine innings comes to an end as Devdutt Padikkal departs for 56.#Dream11IPL #SRHvRCB pic.twitter.com/sRKmCAq8b8
— IndianPremierLeague (@IPL) September 21, 2020
তবে এ দিন ওপেনিং জুটি নিয়ে আরসিবি-র চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছেন তরুণ পাড়িক্কল এবং অভিজ্ঞ ফিঞ্চের জুটি৷ অস্ট্রেলিয়ার ডান হাতি ব্যাটসম্যানের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর দেখিয়েছে পাড়িক্কলকে৷ দু' একবার বরাতজোরে বাঁচলেও আইপিএল-এর মঞ্চে প্রথমবার ব্যাট হাতে নেমেই অর্ধশতরান করেন তিনি৷ তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের সৌজন্যেই ওপেনিং জুটিতেই ১১ ওভারে ৯০ রান তুলে ফেলে আরসিবি৷