রাজস্থান রয়্যালস: ১৫৪/৬ (২০ ওভার)
#আবুধাবি: টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে বিশেষ সুবিধা করে উঠতে পারলেন না রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা ৷ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানই স্কোরবোর্ডে তুলতে পারল স্টিভ স্মিথের দল ৷ দলের হয়ে সর্বোচ্চ রান মহিপাল লোমররের ৷ ৩৯ বলে ৪৭ রান করেন তিনি ৷ রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে এদিন একটাই পরিবর্তন করা হয়েছে ৷ অঙ্কিত রাজপুতের জায়গায় দলে এসেছেন মহিপাল লোমরর ৷ ব্যাট হাতে তিনি নিরাশ করেননি দলকে ৷ রাজস্থানের রানকে দেড়শো রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন তেওয়াটিয়া-আর্চার জুটি ৷ তেওয়াটিয়া ২৪ এবং আর্চার শেষপর্যন্ত অপরাজিত থাকেন ১৬ রানে ৷
আরসিবি-র বোলারদের মধ্যে বল হাতে সফল যুজবেন্দ্র চাহাল ৷ ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷ পাশাপাশি উদানা ২টি এবং ১টি উইকেট নিয়েছেন সাইনি ৷
Innings Break!
After having opted to bat first, the @rajasthanroyals post a total of 154/6 on the board.#RCB chase coming up shortly. Stay tuned. Live - https://t.co/ZfqOWRHzKG #Dream11IPL #RCBvRR pic.twitter.com/c69jY0IXf2 — IndianPremierLeague (@IPL) October 3, 2020
Royal Challengers Bangalore: 1. Devdutt Padikkal, 2. Aaron Finch, 3. Virat Kohli (capt), 4. AB de Villiers (wk), Gurkeerat Singh, 6. Shivam Dube, 7. Isuru Udana, 8. Washington Sundar, 9. Navdeep Saini, 10. Yuzvendra Chahal, 11. Adam Zampa
Rajasthan Royals: 1. Jos Buttler (wk), 2. Steven Smith (capt), 3. Sanju Samson, 4. Robin Uthappa, 5. Riyan Parag, 6. Rahul Tewatia, 7. Mahipal Lomror, 8. Shreyas Gopal, 9. Tom Curran, 10. Jofra Archer, 11. Jaydev Unadkat
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2020