#দুবাই: আইপিএল-এ ফের ব্যর্থ হলেন বিরাটল কোহলি৷ তিন নম্বরে নেমে ১১ বল খেলে মাত্র ৩ রান করে ফিরে যান বিরাট৷ রাহুল চহারের বলে মুম্বই অধিনায়ক রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্যাঙ্গালোর অধিনায়ক৷
এ বারের আইপিএল-এ এখনও বড় স্কোরের মুখ দেখেননি বিরাট৷ আগের ম্যাচও পঞ্জাবের বিরুদ্ধে রান পাননি তিনি৷ এ দিনও শুরু থেকে খুব একটা ছন্দে ছিলেন না বিরাট৷ রাহুল চহারের স্পিন বুঝতেও বেশ কিছুটা অসুবিধা হচ্ছিল তাঁর৷ শেষ পর্যন্ত তরুণ এই স্পিনারের বলেই রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি৷
তবে এ দিন ব্যাঙ্গালোরের হয়ে শুরুটা দুর্দান্ত করেছিল অ্যারন ফিঞ্চ এবং দেবদত্ত পাডিকল জুটি৷ মাত্র ৪০ বলে ৫৪ রান করে দেবদত্ত৷ দুর্দান্ত ব্যাটিং করেন এ বি ডেভিলিয়ার্সও৷ তবে মুম্বইকে ম্যাচে ফিরিয়ে আনেন তরুণ রাহুল চহার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2020, RCB, RCB vs MI, Virat Kohli