#মুম্বই: বর্তমানে মরু শহর কাপাচ্ছে #IPL2020. করোনা মহামারির বাজারে উদ্যোক্তাদের বাড়ত সতর্কতা অবলম্বন করে এই কোটিপতি লিগ আয়োজন করতে হয় ৷ এই ব্যবস্থাপনার বিষয়ে কিংস ইলেভেন পঞ্জাবের মালকিন তথা বলিউডের সুপারহিট নায়িকা প্রীতি জিন্টা বড়সড় সত্য প্রকাশ্যে আনলেন ৷
এই মুহূর্তে প্রতি বায়ো বাবলে আছেন তিনি, এই জীবন কেমন? ভিডিও-তে প্রীতি জিন্টা জানিয়েছেন ৷ প্রায় ২০ বার তিনি করোনা পরীক্ষা করিয়েছেন ৷ প্রীতি জিন্টা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন এক ভিডিও শেয়ার করেছেন যেখানে কী ভাবে করোনা পরীক্ষা করা হয়েছে তা দেখা গিয়েছে ৷ করোনা পরীক্ষা করার জন্য আদর্শ ব্যক্তি প্রীতি জিন্টা কেননা প্রীতি বেশ পছন্দ করেন করোনা পরীক্ষা ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিওটি আরও একবার ৷ ভিডিও-র ক্যাপশানে প্রীতি জিন্টা জানিয়েছেন তিনি বায়ো বাবল জীবন সম্পর্কে জানিয়েছেন আইপিএল টিমকে বায়ো বাবলে থাকতে হয় এর অর্থ ৬ দিনে কোয়ারেন্টাইনে তাকতে হয় ৷
কোভিড টেস্ট প্রতি ৩ থেকে ৪ দিনে শুধুমাত্র তাঁদের রুমে থাকা কোথাও না বেরনো কিংস ইলেভেনের জন্য নির্ধারিত রেস্তোরাঁ, জিম, কারের মধ্যেই স্টেডিয়াম ড্রাইভার, পরিচারক সবাইকেই বায়ো বাবলে থাকতে হয় ৷ এই কারণেই বাইরের খাবার, কেউ যদি তার মত বিন্দাস হন সেক্ষেত্রে ২০২০-তে অত্যন্ত মুশকিলে পড়তে হবে, তিনি খুশি কেননা এই মহামারিতেও আইপিএল আয়োজিত হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2020