• associate partner
corona virus btn
corona virus btn
Loading

IPL শুরুর আগে সিএসকে শিবিরে করোনার হানা, আক্রান্ত বেশ কয়েকজন সদস্য

IPL শুরুর আগে সিএসকে শিবিরে করোনার হানা, আক্রান্ত বেশ কয়েকজন সদস্য
সিএসকে শিবিরে করোনার হানা৷

তবে দলের কোন কোন খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন, তা এখনও জানা সম্ভব হয়নি৷

  • Share this:

#দুবাই: আইপিএল শুরুর আগে বড়সড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংগস৷ দুবাইতে সিএসকে-র দলের কয়েকজন সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়ল৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷

এর ফলে আরও অন্তত অতিরিক্ত এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে গোটা চেন্নাই দলকে৷ ইতিমধ্যেই নিয়ম অনুযায়ী দুবাইতে পৌঁছে ৬ দিন কোয়ারেন্টাইনে ছিল গোটা দল৷ গত ২১ অগাস্ট দুবাই পৌঁছয় এম এস ধোনির দল৷ কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে মাঠে অনুশীলন শুরুর আগেই ফের ধাক্কা খেল গোটা দল৷

তবে দলের কোন কোন খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন, তা এখনও জানা সম্ভব হয়নি৷ সূ্ত্রের খবর, দলের কয়েকজন নেট বোলার এবং সাপোর্ট স্টাফদের রিপোর্ট পজিটিভ এসেছে৷ দলের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় শুক্রবারই গোটা দলের চতুর্থ বার করোনা পরীক্ষা করা হয়েছে৷অনুশীলন শুরুর আগে প্রতিটি দলেরই তিন বার করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছিল বিসিসিআই৷ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হওয়ার কথা৷

সিএসকে-এর একটি সূত্র উদ্ধৃত করে অবশ্য দাবি করা হয়েছে, দুবাইতে পৌঁছনোর পর দলের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ যে কোনও দলের ক্ষেত্কেই এমনটা হতে পারত বলে মনে করছে সিএসকে কর্তৃপক্ষ৷

Published by: Debamoy Ghosh
First published: August 28, 2020, 5:29 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर