#দুবাই: আইপিএল শুরুর আগে বড়সড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংগস৷ দুবাইতে সিএসকে-র দলের কয়েকজন সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়ল৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷
এর ফলে আরও অন্তত অতিরিক্ত এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে গোটা চেন্নাই দলকে৷ ইতিমধ্যেই নিয়ম অনুযায়ী দুবাইতে পৌঁছে ৬ দিন কোয়ারেন্টাইনে ছিল গোটা দল৷ গত ২১ অগাস্ট দুবাই পৌঁছয় এম এস ধোনির দল৷ কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে মাঠে অনুশীলন শুরুর আগেই ফের ধাক্কা খেল গোটা দল৷
তবে দলের কোন কোন খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন, তা এখনও জানা সম্ভব হয়নি৷ সূ্ত্রের খবর, দলের কয়েকজন নেট বোলার এবং সাপোর্ট স্টাফদের রিপোর্ট পজিটিভ এসেছে৷ দলের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় শুক্রবারই গোটা দলের চতুর্থ বার করোনা পরীক্ষা করা হয়েছে৷অনুশীলন শুরুর আগে প্রতিটি দলেরই তিন বার করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছিল বিসিসিআই৷ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হওয়ার কথা৷
সিএসকে-এর একটি সূত্র উদ্ধৃত করে অবশ্য দাবি করা হয়েছে, দুবাইতে পৌঁছনোর পর দলের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ যে কোনও দলের ক্ষেত্কেই এমনটা হতে পারত বলে মনে করছে সিএসকে কর্তৃপক্ষ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, CSK, IPL 2020