#মুম্বই: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে আজ প্রকাশিত হতে চলেছে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি। শনিবারই আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানান, ৬ সেপ্টেম্বর প্রকাশিত হবে এবারের আইপিএলের ক্রীড়াসূচি। টুর্নামেন্ট শুরুর ১৩ দিন আগে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে চলেছে বিসিসিআই। একাধিক সমস্যার কারণে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা থেকে বিরত ছিলেন বোর্ড কর্তারা।
প্রথমেই সংযুক্ত আরব আমিরশাহিতে কোয়ারেন্টাইনের ভিন্ন নিয়ম। তারপরেই চেন্নাই সুপার কিংস শিবিরে করোনা হানা। ফলে প্রাথমিক সূচি তৈরি করেও প্রকাশ করতে পারেননি বোর্ড কর্তারা। বোর্ড সূত্রে খবর, নিয়ম মেনেই প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত দুবারে ফাইনালিস্ট। করোনার ধাক্কায় অনুশীলন শুরু করতে সমস্যা হলেও প্রথম ম্যাচ খেলতে রাজি চেন্নাই সুপার কিংস। ফলে ধোনির সিএসকের বিরুদ্ধে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। উদ্বোধনী ম্যাচ বোর্ড কর্তারা চাইছেন আবুধাবিতে করতে। সে ক্ষেত্রে সিএসকে দুবাই থেকে আবুধাবিতে গিয়ে ম্যাচ খেলবে। টুর্নামেন্টে মোট ৬০ টি ম্যাচ আয়োজিত হবে। আইপিএলের মোট আটটি ফ্র্যাঞ্চাইজি দুবাই এবং আবুধাবিতে রয়েছে। বোর্ড কর্তারা চাইছেন এই দুই শহর এই টুর্নামেন্টের বেশি ম্যাচ আয়োজন করতে। এর অন্যতম কারণ শারজায় স্টেডিয়ামে মাত্র দুটি উইকেট রয়েছে এবং কোন দলই সেখানে তাদের শিবির করেনি। প্রাথমিকভাবে জানা গেছে দুবাইতে ২১-২৫ এবং আবুধাবিতেও ২১-২৫ ম্যাচ আয়োজন করা হতে পারে। শারজায় ১০-১৫ ম্যাচ আয়োজিত হতে পারে। বোর্ড কর্তারা চাইছেন নভেম্বরের প্রথম সপ্তাহে যে মহিলাদের চ্যালেঞ্জার টুর্নামেন্ট রয়েছে সেই ম্যাচগুলো শারজায় আয়োজন করতে।
পূর্ণাঙ্গ সূচি প্রকাশের করতে বিসিসিআই কর্তারা প্রথমেই সমস্যায় পড়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ারেন্টাইনের নিয়ম ঘিরে। দুবাইয়ে যেখানে ছয়দিনের হোম কোয়ারেন্টাইন। আবুধাবিতে আবার সেই কোয়ারেন্টাইনের নিয়ম ১৪ দিন। ফলে কেকেআর এবং মুম্বইয়ের অনুশীলন শুরু করতে সমস্যা হয়। তবে দুবাইয়ের থাকা বোর্ড কর্তারা দফায় দফায় আলোচনা করে সেই সমস্যা মেটানো। আগস্ট মাসের শেষেই সূচি প্রকাশ করা হবে বলে ঠিক করেন কর্তারা। কিন্তু তারপরেই ২৮ অগাস্ট চেন্নাই শিবিরের করোনা থাবা বসায়। দুই ক্রিকেটার সহ ১৩ জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হন। ধোনিদের দু'সপ্তাহ কোয়ারেন্টাইন এর নিয়ম ধার্য হয়। কয়েক দফায় করোনা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ হওয়ায় দিন দুয়েক অনুশীলন শুরু করতে পারে চেন্নাই সুপার কিংস। প্রথমে মনে করা হচ্ছিল মাত্র দু সপ্তাহ অনুশীলনের প্রথম ম্যাচ খেলতে রাজি হবে না ধোনির দল। সেই কারণে সূচি পরিবর্তিত করার কথা ভাবছিলেন বোর্ড কর্তারা। তবে সূত্রের খবর সিএসকে প্রথম ম্যাচ খেলতে রাজি হওয়ার কারণে সমস্যা মিটে গেছে। তাই রবিবার অর্থাৎ আজ পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে চলেছে বিসিসিআই। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ। ডাবল ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে তিনটে।
ERON ROY BURMAN