Home /News /ipl /
‘‌তুমি কী হ্যান্ডসাম!‌’‌ প্রথম ম্যাচের পরেই ধোনির ছবি শেয়ার করে লিখলেন সুন্দরী

‘‌তুমি কী হ্যান্ডসাম!‌’‌ প্রথম ম্যাচের পরেই ধোনির ছবি শেয়ার করে লিখলেন সুন্দরী

ধোনিকে এই ম্যাচে একেবারে অন্যরকম দেখতে লেগেছে। কারণ, এবারে ধোনি স্পেশাল হল চাপ দাড়ি।

  • Last Updated :
  • Share this:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ক্যাপ্টেন কুল যে স্ব–মহিমায় আছেন, সে কথা প্রমাণ করে দিয়েছেন তিনি। ক্যাপ্টেন হিসাবে সিদ্ধান্ত নেওয়া থেকে নিজের উইকেট বাঁচানোর নির্ভুল ডিআরএস। সব মিলিয়ে প্রথম দিনই কাঁপিয়ে দিয়েছেন ধোনি। আর তারপর ম্যাচের শেষে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, সেই সময়কার একটি ছবিই শেয়ার করেছেন স্ত্রী সাক্ষী ধোনি। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সাক্ষী লিখেছেন, "How handsome!"

ধোনিকে এই ম্যাচে একেবারে অন্যরকম দেখতে লেগেছে। কারণ, এবারে ধোনি স্পেশাল হল চাপ দাড়ি। এর আগে কখনও ধোনিকে দাড়ি রাখতে দেখা যায়নি। প্রথমে বড় চুল নিয়ে স্টাইলিশ ধোনির আবির্ভাব। তাঁর স্টাইল বারবার পাল্টেছে। একবার ছোট চুল, বড় চুল, সব মিলিয়ে প্রতিবারই নতুন চমক। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইপিএল–এর মাঠে নেমে ফের লুকে চমকে দিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি এবার বদলে ফেলেছেন নিজেকে। এবার তার গালে রয়েছে দাড়ি। পরিপাটি করে শেপ করা সেই দাড়িতেই মাহিকে হ্যান্ডসাম লাগছে। সেটা মনে করিয়ে দিলেন স্ত্রী সাক্ষী।

প্রথম ম্যাচে রোহিতের মুম্বইয়ের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে চেন্নাই। ধোনি বুদ্ধিমত্তা ও ব্যাটে, বলে দলের সদস্যদের অসাধারণ পারফর্মেন্স সহজে জয়ের দোড়গোড়ায় নিয়ে গিয়েছে ধোনিকে। সে কথা বলেওছেন ধোনি। তিনি বলেছেন। নিজের খেলাকে নিয়ে সময় কাটানোর অনেকটা সময় সকলে লকডাউনের মধ্যে পেয়েছেন। সেটাকে সবাই ব্যবহার করে খেলার উন্নতি করেছেন। তাই ধোনি, বা তাঁর মতো অনেকেই দীর্ঘদিন পর মাঠে নেমেও নিজের সেরাটা দিতে পেরেছেন এই ম্যাচে। আর সেই কারণেই আইপিএল–এর শুরুর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাস্ত করতে পেরেছে চেন্নাই।

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: IPL 2020