হোম /খবর /খেলা /
IPL 2020: অনুশীলনে নামলেন ধোনি এন্ড কোং

IPL 2020: অনুশীলনে নামলেন ধোনি এন্ড কোং

চেন্নাই শিবিরে স্বস্তি৷

  • Last Updated :
  • Share this:

#দুবাই: মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর দল অনুশীলনে ফিরল৷ শুধুমাত্র অনুশীলনে নামেননি দুই করোনা আক্রান্ত ক্রিকেটার দীপক চাহার ও রতুরাজ গায়কোয়াড়৷  বাকি ক্রিকেটারদের  সকলেরই সম্প্রতি হওয়া করোনা পরীক্ষায় ফল নেগেটিভ আসায় ফের শুরু হল অনুশীলন৷

গত সপ্তাহে দুই CSK ক্রিকেটার সহ ১১ জন করোনা পজিটিভ হওয়ার পর ৬ দিনের জন্য দলের বাকি ক্রিকেটাররা কোয়ারেন্টাইনে গেছে৷ এই নিয়ে তাঁদের দলের ৩ বার করোনা পরীক্ষা হল৷  ২১ অগাস্ট সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছেছে দল৷

বৃহস্পতিবার টেস্টে করোনা নেগেটিভ হয়েছেন দীপক চাহার ও রতুরাজ ৷ তারপরেই ট্রেনিংয়ের অনুমতি পেয়েছেন সকলেই৷ সিএসকে-র সিইও কেএস বিশ্বনাথন এই খবর জানিয়েছেন৷ তবে এর আগে যাঁরা পজিটিভ হয়েছিলেন তারা ১৩ দিনের আইসোলেশনের পরেই দলের  সঙ্গে যোগ দেবেন৷

এই নতুন করোনা পরীক্ষার ফল গোটা চেন্নাই সুপার কিংস শিবিরের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক ৷ কারণ এরপরেও যদি তাঁদের রেজাল্ট পজিটিভ আসত তাহলে আইপিএল শুরু নিয়েই একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যেত৷ এরই মধ্যে চেন্নাই শিবিরে দুটি বড় ধাক্কা সুরেশ রায়না ও  হরভজন সিং এবারের আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন ৷ ২ জনেরই কারণ ব্যক্তিগত৷

রায়না গত সপ্তাহে নাম তুলে নিয়েছে পাশাপাশি হরভজন সিং শুক্রবার নিজের নাম তুলে নিয়েছেন৷ আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর ৷ খেলা হবে দুবাই. শারজা ও আবুধাবিতে৷

Published by:Debalina Datta
First published:

Tags: CSK, IPL 2020, Mahendra Singh Dhoni, MS Dhoni