#কলকাতা: সুরেশ রায়নার পর আরেক ক্রিকেটার নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা চলতি আইপিএলে খেলবেন না। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার। মালিঙ্গাকে না পেয়ে পরিবর্তিত ক্রিকেটার নাম ঘোষণা করল মুম্বই। অস্ট্রেলিয়ার জোরে বোলার জেমস প্যাটিনসনকে দলে নিল রোহিত শর্মার ফ্র্যাঞ্চাইজি। চলতি সপ্তাহের মধ্যেই আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন প্যাটিনসন।
বুধবার মুম্বই দলের তরফ থেকে জানানো হয়, ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন মালিঙ্গা। মনে করা হচ্ছে কয়েকদিন ধরে অসুস্থ থাকা তাঁর বাবা সেপারামাদু মিল্টনের জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন ৩৭ বছরের এই ক্রিকেটার। প্রথম থেকেই আবুধাবিতে মুম্বই দলের সঙ্গে শিবিরে যোগ দেননি মালিঙ্গা। সেই সময় তিনি টিম ম্যানেজমেন্টকে জানান, অসুস্থ বাবার কয়েক সপ্তাহের মধ্যেই অস্ত্রোপচার হবে। সেই সময় বাবার পাশে থাকতে চান তিনি। তাই টুর্নামেন্টের প্রথম দিকে থাকতে পারবেন না। পরবর্তী সময়ে দলের সঙ্গে যোগ দেবেন।
তবে বুধবার মুম্বই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল চলতি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লাসিথ মালিঙ্গা। নতুন তারকাকে স্বাগত জানানোর পাশাপাশি মালিঙ্গার এই কঠিন সময়ে সমর্থনও জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ আম্বানি। তিনি বলেন, "আমাদের দলের জন্য জেমস কার্যকর হবে। বিশেষ করে এবার যে কন্ডিশনে খেলা হচ্ছে, সেখানে পেস আক্রমণে বাড়তি অপশন হতে পারেন তিনি।"
আইপিএলে মুম্বইয়ের জার্সিতে একাধিক নজির রয়েছে মালিঙ্গার। গত বছর রোহিত শর্মার দলকে ফাইনালে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন তিনি। ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ওভারে বল করে দলকে জিতিয়ে ছিলেন মালিঙ্গা। মুম্বই ইন্ডিয়ান্সকে রেকর্ড চতুর্থবার আইপিএল শিরোপা জেতাতে সাহায্য করেন তিনি। ১২২টি আইপিএল ম্যাচে ১৭০টি উইকেট নিয়েছেন মালিঙ্গা। ৬ বার চারটি এবং একবার ৫ উইকেট শিকার করেছেন। আইপিএলে তাঁর সেরা বোলিং ১৩রানের বিনিময়ে ৫ উইকেট।
Eron Roy Burman
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2020, Mumbai Indians