Photo Courtesy: Sourav Ganguly/Twitter and Dubai Sports City
#শারজা: অসাধারণ ! অনবদ্য ! অবিশ্বাস্য... ! রবিবাসরীয় শারজায় কিংস ইলেভেন পঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ দেখার পর এমনটাই বলতে হয় ৷ অতীতে বেশ কিছু দুর্দান্ত ম্যাচের সাক্ষী থেকেছে শারজা ৷ রবিবার সেই তালিকায় ঢুকে পড়ল আইপিএলের এই ম্যাচ ৷ সঞ্জু স্যামসন-রাহুল তেওয়াটিয়াদের ব্যাটিং বিস্ফোরণে প্রায় হারা ম্যাচ জিতে নিল রাজস্থান ৷
That's that from Sharjah. Highest run chase in the IPL history. How was that for a game?@rajasthanroyals win by 4 wickets.#Dream11IPL #RRvKXIP pic.twitter.com/tslQJkwvLO
— IndianPremierLeague (@IPL) September 27, 2020
পঞ্জাবের পাহাড়প্রমাণ ২২৩ রান তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে রাজস্থানের রান ছিল ২ উইকেটে ১৪০। সঞ্জু স্যামসন ৪২ বলে ৮৫ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না ৷ কিন্তু কে ভেবেছিল শামির বলে সঞ্জু আউট হওয়ার পরেও ওই বিশাল রান তাড়া করে ম্যাচ জিতবে শিল্পা শেট্টির দল ! জেতার জন্য আস্কিং রেট বাড়তে বাড়তে আকাশ ছোঁয়ার উপক্রম হয়েছিল। ৩০ বলে দরকার ৮৪ রান। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে পাল্টা মারের খেলা শুরু করে রাজস্থান। রবিবারের নায়কের নাম অবশ্যই অনামী রাহুল তেওয়াটিয়া ৷ কটরেল-শামিদের মতো বিশ্বসেরা বোলারদের বেধড়ক পিটিয়ে দলকে জয় এনে দিলেন তিনিই ৷ শেষের দিকে দুর্দান্ত খেললেন জোফ্রে আর্চারও ৷ কটরেলের এক ওভারে পাঁচটা ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দিয়েছেন তেওয়াটিয়া ৷ আরেকটু হলেই ছয় বলে ছয় ছক্কার আরও একটি রেকর্ড হয়েই যাচ্ছিল ৷ ওভারের পঞ্চম বলটা শুধু মিস করে যান তিনি ৷ বাকি সবগুলিই ফেলেছেন মাঠের বাইরে ৷
What a game ..that’s why this is the best league in the world ... amazing talent on display @bcci @IPL
— Sourav Ganguly (@SGanguly99) September 27, 2020
এদিনের ম্যাচ দেখার পর উচ্ছ্বসিত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ ট্যুইটারে তাঁর প্রতিক্রিয়া, ‘‘ কী অসাধারণ ম্যাচ ! এই কারণেই আইপিএল বিশ্বের সেরা ক্রিকেট লিগ ! অসাধারণ সব ট্যালেন্ট এখানেই দেখা যায় ৷ ’’