#মুম্বই: IPL 2020 - র পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি রিলিজ করল। আইপিএল ১৩ -তে প্রথম ম্যাচ কলকাতা খেলবে গতবারের খেতাবজয়ী মুম্বই ইন্ডিয়ান্স৷ আবুধাবি তে ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে৷
কলকাতা নাইট রাইডার্স অন্যবারের মতো এবারের আইপিএল -এ ফেভারিট কলকাতা ৷ ২ বারের চ্যাম্পিয়ন কলকাতা -দীনেশ কার্তিকের নেতৃত্বে মরুরাজ্যে খেলবে৷ কেকেআর দলে এবারে অনেক প্রতিভাশালী খেলোয়াড় আছে৷ পাশাপাশি দলে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যাও অনেক৷
দেখে নিন কেকেআরের পুরো ক্রীড়াসূচি
September 23 vs 7:30PM vs Mumbai Indians at 1930 IST, Abu Dhabi
September 26 vs Sunrisers Hyderabad at 1930 IST, Abu Dhabi
September 30 vs Rajasthan Royals at 1930 IST, Dubai
October 3 vs Delhi Capitals at 1930 IST, Sharjah
October 7 vs Chennai Super Kings at 1930 IST, Abu Dhabi
October 10 vs Kings XI Punjab at 1530 IST, Abu Dhabi
October 12 vs Royal Challengers Bangalore, at 1930 IST, Sharjah
October 16 vs Mumbai Indians at 1930 IST, Abu Dhabi
October 18 vs Sunrisers Hyderabad at 1930 IST, Abu Dhabi
October 21 vs Royal Challengers Bangalore at 1930 IST, Abu Dhabi
October 24 vs Delhi Capitals at 1530 IST, Abu Dhabi
October 26 vs Kings Xi Punjab, at 1930 IST, Sharjah
October 29 vs Chennai Super Kings at 1930 IST, Dubai
November 1 vs Rajasthan Royals at 1930 IST, Dubai
আরও একবার আন্দ্রে রাসেল, সুনীল নারিন, দীনেশ কার্তিক, শুভমান গিলকে নিয়ে স্ট্র্যাটেজি সাজাবেন কোচ ব্র্যান্ডন ম্যাককালাম৷ গৌতম গম্ভীরের নেতৃত্বে ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া দলের এবারেও স্বপ্ন বড়৷
ব্যাটিং স্কিল নিয়ে যাঁরা দলকে ভরসা যোগাচ্ছেন তাঁরা হলেন আন্দ্রে রাসেন, শুভমান গিল, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান, টম ব্যানটন৷ এঁদের প্রত্যেকের ক্ষমতা আছে বিপক্ষের বোলাদের দুরমুশ করে দ্রুত রান তোলার৷ অলরাউন্ডারদের মধ্যে কলকাতার দুই প্রথম পছন্দ হবেন নীতিশ রানা ও সুনীল নারিন৷
এর পাশাপাশি কলকাতার মোক্ষম অস্ত্র বাঁ হাতি চায়নাম্যান কুলদীপ যাদব৷ যাঁকে খেলা বিপক্ষের ব্যাটসম্যানদের পক্ষে রীতিমতো কঠিন৷ যদি মইন আলি কাণ্ডের মতো বিষয় তিনি নিশ্চিতভাবে এড়িয়ে চলতে চাইবেন৷
বিশ্বের সেরা পেস তারকা প্যাট কামিন্সের নেতৃত্বে বোলিং স্কোয়াডও তৈরি৷ তাছাড়াও দলে আছেন লকি ফার্গুসন, আন্দ্রে রাসেলের মতো তারকারা৷ দলের শক্তি বাড়াবেন তরুণ প্রসীদ কৃষ্ণা. কমলেশ নাগারকোটি, শিভম মাভি. সন্দীপ ওয়ারিয়ার৷
প্রতিবারের মতো এবারেও শেষ চারের অন্যতম জোরালো দাবিদার দেখে নিন তাদের পুরো দল ৷ Dinesh Karthik (c), Andre Russell, Kamlesh Nagarkoti, Kuldeep Yadav, Lockie Ferguson, Nitish Rana, Prasidh Krishna, Rinku Singh, Sandeep Warrier, Shivam Mavi, Shubman Gill, Siddhesh Lad, Sunil Narine, Chris Green, Eoin Morgan, M Siddharth, Nikhil Naik, Praveen Tambe, Pat Cummins, Rahul Tripathi, Tom Banton, Varun Chakravarthy.
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।