#দুবাই: টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হলেও ব্যাঙ্গালোরের সামনে বিশাল রানের টার্গেট রাখল পঞ্জাব৷ সৌজন্যে অধিনায়ক কে এল রাহুলের বলে রানের অনবদ্য ইনিংস৷ মাত্র ৬৯ বলে ১৩২ রানে অপরাজিত থাকেন পঞ্জাব অধিনায়ক৷ এটাই আইপিএল-এর ইতিহাসে কোনও ভারতীয়ের সর্বোচ্চ স্কোর৷ এ দিন ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন রাহুল৷ পাওয়ার প্লে-র প্রথম ৬ ওভারেই ৫০ রান তুলে ফেলে পঞ্জাব৷ এর পর চহালের বলে ময়াঙ্ক ফিরলেও দলকে টেনে নিয়ে যান রাহুল৷ মাত্র ৩৬ বলে অর্ধশতরান করেন তিনি৷ ৬২ বলে ১০০-য় পৌঁছন রাহুল৷নির্ধারিত ২০ ওভারে ২০৬ তোলে পঞ্জাব৷
💯
What an innings this by the @lionsdenkxip Skipper. Take a bow, @klrahul11 pic.twitter.com/eHDDlVzTaJ — IndianPremierLeague (@IPL) September 24, 2020
এ দিন সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে আইপিএল-এর দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রান পূর্ণ করেন রাহুল৷ মাত্র ৬০ ইনিংসে এই নজির গড়েন রাহুল৷ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এই নজির গড়তে সচিন নিয়েছিলেন ৬৩ ইনিংস৷ এ দিন অবশ্য দু' বার রাহুলের ক্যাচ ফস্কান ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি৷ তার মধ্যে দ্বিতীয় ক্যাচটি হয়তো অন্য সময়ে ১০ বারের মধ্যে ১০ বারই ধরবেন বিরাট৷ কিন্তু এ দিনটাই যেন ছিল রাহুলের জন্য৷
এ দিনও কিংগস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে বোলিংয়েরই সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলি৷
প্রথম ম্যাচে জয় পাওয়ায় এ দিন দলে কোনও পরিবর্তন করেনি বিরাট কোহলির ব্যাঙ্গালোর৷ অন্যদিকে পঞ্জাব দলে দু'টি পরিবর্তন করেছে৷ দলে এসেছেন জিমি নিশাম এবং মুরুগান অশ্বিন৷
তবে আইপিএল-এর ইতিহাস খতিয়ে দেখলে এই দুই দলের মধ্যে সমানে সমানে টক্কর হয়েছে৷ এখনও পর্যন্ত ২৪ বার মুখোমুখি হয়েছে দুই দল৷ এখনও পর্যন্ত দুই দলই ১২ বার করে জিতেছে৷ তবে শেষ পাঁচটি সাক্ষাতে চার বারই জিতেছে ব্যাঙ্গালোর৷
রাহুলের সামনে এ দিন ব্যাঙ্গালোরের সব বোলারকেই সাদামাঠা লেগেছে৷ একমাত্র যুজবেন্দ্র চহাল এবং শিবম দুবে কিছুটা রানের গতি কমাতে সফল হন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।