#দুবাই: সঞ্জু স্যামসন, জস বাটলার ও রাহুল তেওয়াটিয়া। রাজস্থান রয়্যালস যেন পাওয়ারহিটিংয়ের আঁতুড় ঘর। শেষ দুই ইনিংসে স্টিভ স্মিথের দল দু'শো রানের গণ্ডি পেরিয়েছে অনায়াসে। শারজায় রেকর্ড রান তাড়া করে কে এল রাহুলের কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়েছে রাজস্থান। বুধবার দুবাইয়ে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথ ৷ দু'দলের প্রথম একাদশেই এদিন কোনও পরিবর্তন করা হয়নি ৷
The stage is SET!#Dream11IPL #RRvKKR pic.twitter.com/gAClSellpg
— IndianPremierLeague (@IPL) September 30, 2020
কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস-এর দ্বৈরথ নিয়ে চলছে নানা রকমের জল্পনা। খুব স্বাভাবিক ভাবেই এই জল্পনার সিংহভাগ অধিকার করে আছে খেলোয়াড়দের তালিকা। মানে আজকের খেলায় দুই দলের প্রথম একাদশে কারা কারা রয়েছেন ৷
A look at the Playing XI for #RRvKKR.
Follow the game here - https://t.co/7Yqc9gOGTX #Dream11IPL https://t.co/SAWYJKSDph pic.twitter.com/amyDzdpoVc — IndianPremierLeague (@IPL) September 30, 2020
Rajasthan Royals: 1 Jos Buttler (wk), 2 Steven Smith (capt), 3 Sanju Samson, 4 Robin Uthappa, 5 Riyan Parag, 6 Rahul Tewatia, 7 Shreyas Gopal, 8 Tom Curran, 9 Jofra Archer, 10 Ankit Rajpoot, 11 Jaydev Unadkat
Kolkata Knight Riders: 1 Shubman Gill, 2 Sunil Narine, 3 Dinesh Karthik (capt & wk), 4 Nitish Rana, 5 Eoin Morgan, 6 Andre Russell, 7 Kamlesh Nagarkoti, 8 Pat Cummins, 9 Shivam Mavi, 10 Kuldeep Yadav, 11 Varun Chakravarthy
আজ টক্কর চলবে একেবারে সমানে সমানে। কেন না এর আগের খেলাগুলোয় চোখ রাখলেই দেখা গিয়েছে যে স্টিভ স্মিথ-এর অধিনায়কত্বে রাজস্থান রয়্যালস পারফরম্যান্সের দিক থেকে রয়েছে তুখোড় এক পর্যায়ে। এর আগে যে দুই খেলায় যোগ দিয়েছে এই দল, দুই ক্ষেত্রেই ছিনিয়ে এনেছে জয়ের শিরোপা। সন্দেহ কী, আজও তারা সেই পারফরম্যান্সের ধারা বজায় রাখার প্রাণপণ চেষ্টা করে যাবে।
অন্য দিকে যদি কলকাতা নাইট রাইডার্স-এর আগের দুই খেলায় চোখ রাখা যায়, তা হলে পরিস্থিতি ততটাও আশাব্যঞ্জক নয় এটা স্বীকার করে নিতেই হবে। এই সিজনে তাদের যে প্রথম খেলা, সেখানে মুম্বই ইন্ডিয়ান্স-এর কাছে ৪৯ রানে হেরে গিয়েছিল কেকেআর। অবশ্য পরের খেলায় সেই ব্যর্থতার কলঙ্ক তারা পুষিয়ে দিয়েছে সানরাইডার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়ে। কাজেই আজ যে জেতার জন্য মরিয়া হয়ে থাকবে কেকেআর, তা লেখাই বাহুল্য!
Huddle talk ✅@KKRiders #Dream11IPL #RRvKKR pic.twitter.com/Ydqw3D33XH
— IndianPremierLeague (@IPL) September 30, 2020
তবে খেলায় তো জীবনের মতোই হার এবং জয়- দুই থাকে। দেখা যাক, করব-লড়ব-জিতব কথাটা আজকের খেলায় প্রমাণ করতে পারে কি না কেকেআর!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2020, Kolkata Knight Riders