হোম /খবর /খেলা /
KKR vs RR: কলকাতাকে লড়াইয়ে রাখলেন গিল- মরগ্যান, রাজস্থানের টার্গেট ১৭৫

KKR vs RR: কলকাতাকে লড়াইয়ে রাখলেন গিল- মরগ্যান, রাজস্থানের টার্গেট ১৭৫

Photo-IPL/Twitter

Photo-IPL/Twitter

কেকেআর-এর হয়ে এ দিন ওপেন করতে নেমে সর্বোচ্চ রান করেন শুভমন গিল (৪৭)৷ শেষ দিকে ২৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন অইন মরগ্যান৷

  • Last Updated :
  • Share this:

#দুবাই: মিডল অর্ডার ব্যর্থ৷ ফের ব্যর্থ অধিনায়ক দীনেশ কার্তিক, বড় রান পেলেন না আন্দ্রে রাসেলও৷ তবু তরুণ শুভমন গিল এবং অভিজ্ঞ অইন মরগ্যানের ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াইয়ের জায়গায় থাকল কলকাতা নাইট রাইডার্স৷ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ তুলল কলকাতা৷ এ দিন টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ৷

কেকেআর-এর হয়ে এ দিন ওপেন করতে নেমে সর্বোচ্চ রান করেন শুভমন গিল (৪৭)৷ শেষ দিকে ২৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন অইন মরগ্যান৷

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচেও ওপেন করতে নেমে ব্যর্থ হলেন সুনীল নারিন৷ ক্যারিবিয়ান ওপেনার শুরুতে রানের গতি বাড়াতে না পারলেও তিনি ফেরার পরে ধীরে ধীরে রানের গতি বাড়াচ্ছিলেন শুভমন গিল এবং নীতিশ রানা৷ একটা সময়ে মাত্র ১ উইকেট হারিয়ে ৮ ওভারে ৬৬ তুলে ফেলেছিল কেকেআর৷ কিন্তু প্রথমে নীতিশ রানা এবং তার পরে জোফ্রে আর্চারের বলে শুভমন গিল ফিরতেই ফের যেন থমকে যায় কলকাতার রান ওঠার গতি৷ ৩৪ বলে ৪৭ রান করে আউট হন গিল৷ প্রতি ম্যাচেই দলকে ভরসা দিচ্ছেন তিনি৷ কিন্তু দলের চিন্তা বাড়াচ্ছেন সুনীল নারিন৷

তবে এ দিন দীনেশ কার্তি, অইন মরগ্যানদের আগেই ব্যাট করতে আসেন আন্দ্রে রাসেল৷ শুরুটাও ভালই করেছিলেন তিনি৷ কিন্তু ১৩ বলে ২৪ রান করার পর অঙ্কিত রাজপুতের বলে জয়দেব উনাদকাটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি৷ এ দিনও ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক দীনেশ কার্তিক৷ ফলে পর পর উইকেট হারিয়ে যথেষ্ট চাপে পড়ে যায় কেকেআর৷ থমকে যায় রান ওঠার গতিও৷

রাজস্থানের সবথেকে সফল বোলার জোফ্রে আর্চার৷ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি৷ রাজস্থানের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী৷ জস বাটলার, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসনরা দুরন্ত ফর্মে রয়েছেন৷ আগের ম্যাচেই আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে রাজস্থান৷সেই ম্যাচে অবিশ্বাস্য ইনিংস খেলেছেন রাহুল তেওয়াটিয়া৷ ফলে কেকেআর-এর বোলারদের কাজটা সহজ হবে না৷ প্যাট কামিন্স, সুনীল নারিনরা দলকে ২ পয়েন্ট এনে দিতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে কলকাতার সমর্থকরা৷

Published by:Debamoy Ghosh
First published: