মুম্বই ইন্ডিয়ান্স: ১৯৫/৫ (২০ ওভার)কলকাতা নাইট রাইডার্স: ১৪৬/৯ (২০ ওভার)
#আবুধাবি: ‘বুম বুম’ বুমরাহ না ‘মাসেল’ রাসেল ? লড়াইয়ে জিতবে কে ? বুধবারের ম্যাচে সবার নজর ছিল সেদিকেই ৷ ১৯৬ রানের টার্গেট তাড়া করাটা সহজ কাজ ছিল না ৷ কিন্তু বরাবরের মতো একজনের উপর আস্থা সব কেকেআর সমর্থকরাই রেখেছিলেন ৷ তিনি অ্যান্দ্রে রাসেল ৷ যদিও আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এদিন কোনও মিরাকল ঘটাতে তিনি ব্যর্থ ৷ বুমরাহের বলে রাসেলের স্টাম্প ছিটকে যেতেই কেকেআরের সব আশাই শেষ হয়ে যায় ৷ বাকি কেকেআর ব্যাটসম্যানদের কথা যতোটা কম বলা যায়, ততোই ভাল ৷ ৪৯ রানে প্রথম ম্যাচেই হার হজম কিং খানের দলের ৷ শেষের দিকে ‘প্যাট কামিন্স শো’ কেকেআর সমর্থকদের কিছুটা বিনোদন দিলেও তা ম্যাচ বের করার জন্য যথেষ্ট ছিল না ৷
মাত্র ১২ বলে ৩৩ রান করেন প্যাট কামিন্স ৷ বুমরাহের এক ওভারে ৪টে ছক্কা হাঁকান তিনি ৷ কিন্তু ওইটুকুই ৷ কেকেআরের ব্যাটিং নিয়ে এদিন বিশেষ বলার মতো কিছুই নেই ৷ দুই ওপেনার শুভমান গিল (৭) এবং সুনীল নারিন (৯) আউট হওয়ার পর অধিনায়ক দীনেশ কার্তিক (৩০), নীতিশ রানা (২৪), মর্গ্যান (১৬), রাসেল (১১), নায়েক (১)- হতাশ করেছেন প্রত্যেকেই ৷
A look at the Points Table after Match 5 of #Dream11IPL 2020. pic.twitter.com/zJjwGqErxE
— IndianPremierLeague (@IPL) September 23, 2020
ঘরের মাঠে হোক কিংবা বিশ্বের যে কোনও প্রান্তে ৷ বিপক্ষে মুম্বই ইন্ডিয়ান্স থাকলেই কেমন যেন নড়বড়ে দেখায় নাইটদের ৷ আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে রেকর্ড বরাবরই বেশ খারাপ শাহরুখ খানের দলের ৷ বুধবার আবু ধাবিতেও টস হেরে ব্যাট করতে নেমে মুম্বইয়ের দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সই দেখা গেল ৷ মরু শহরে জমে উঠল ‘হিটম্যান শো’-ই ৷ শিবম মাভির বলে আউট হওয়ার আগে রোহিত শর্মা খেলে যান ৫৪ বলে ৮০ রানের দুর্দান্ত একটা ইনিংস ৷ মেরেছেন ৩টি চার এবং ৬টি বিশাল ছক্কা ৷ মুম্বইয়ের ব্যাটসম্যানদের মধ্যে এদিন রান পেয়েছেন সূর্যকুমার যাদবও ৷ ২৮ বলে ৪৭ রান করেন তিনি ৷
20 - 06
— Mumbai Indians (@mipaltan) September 23, 2020
নাইট বোলারদের মধ্যে কারোর পারফরম্যান্সই আহামরি কিছু নয় ৷ সন্দীপ ওয়ারিয়ার ৩ ওভারে ৩৪ রান, প্যাট কামিন্স ৩ ওভারে ৪৯, মাভি ৪ ওভারে ৩২ রানে ২ উইকেট, সুনীল নারিন ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট এবং রাসেল ২ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট নেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।