হোম /খবর /খেলা /
KKR vs CSK: জাদেজার ব্যাটে স্বপ্নভঙ্গ, প্লে অফের আশা প্রায় শেষ কলকাতার

KKR vs CSK: জাদেজার ব্যাটে স্বপ্নভঙ্গ, প্লে অফের আশা প্রায় শেষ কলকাতার

কেকেআর-এর বিরুদ্ধে বিধ্বংসী জাদেজা৷ Photo-IPL/Twitter

কেকেআর-এর বিরুদ্ধে বিধ্বংসী জাদেজা৷ Photo-IPL/Twitter

টসে জিতে এ দিন কলকাতাকে ব্যাট করতে পাঠান এম এস ধোনি৷ কিন্তু এ দিন ফের ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন করে কলকাতা৷ যা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য৷

  • Last Updated :
  • Share this:

#দুবাই: জেতা ম্যাচও মাঠে রেখে এল কলকাতা নাইট রাইডার্স৷ ফলে চেন্নাইয়ের কাছে হেরে কলকাতার শেষ চারে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে গেল শাহরুখ খানের দলের৷ নীতীশ রানার দুরন্ত ব্যাটিং, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তীদের দুর্দান্ত বোলিং সত্ত্বেও চেন্নাইয়ের কাছে হারতে হল কলকাতাকে৷ এ দিন প্রথমে ব্যাট করে চেন্নাইয়ের সামনে ১৭৩ রানের লক্ষ্য দিয়েছিল অইন মরগ্যানের দল৷ জবাবে ৪ উইকেট হারিয়ে  লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই৷ শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান৷ জাদেজা- স্যাম কারেন জুটি সেই রান তুলে নেন৷

শেষ দুই ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল ২৯ রান৷ কিন্তু ১৯ তম ওভারে বল করতে এসে লকি ফার্গুসন দিলেন ২০ রান৷ সেখানেই কলকাতার জয়ের আশা অনেকটা শেষ হয়ে যায়৷ কার্যত হারা ম্যাচ জিতিয়ে জয়ের নায়ক রবীন্দ্র জাদেজা৷ মাত্র ১১ বলে ৩১ রানে অপরাজিত থাকেন তিনি৷ শেষ বলে প্রয়োজন ছিল ১ রান৷ ৬ মেরে কলকাতার আশয় জল ঢেলে দেন জাদ্দু৷

টসে জিতে এ দিন কলকাতাকে ব্যাট করতে পাঠান এম এস ধোনি৷ কিন্তু এ দিন ফের ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন করে কলকাতা৷ যা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য৷ রাহুল ত্রিপাঠীর বদলে এ দিন শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নামেন নীতীশ রানা৷ এই সিদ্ধান্ত অবশ্য কলকাতার পক্ষেই যায়৷ দুই ওপেনারই শুরুটা ভাল করেন৷ ওপেনিং জুটিতে ৫৩ রান ওঠার পর ফিরে যান গিল৷ তার পরেই কেকেআর-এর ব্যাটিং অর্ডারে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা যায়৷ মরগ্যান, দীনেশ কার্তিকের আগে তিন নম্বরে পাঠানো হয় সুনীল নারিনকে৷ তিনি ব্যর্থ হওয়ার পর চার নম্বরে নামেন আইপিএল-এ এবার প্রথম বার সুযোগ পাওয়া রিঙ্কু সিং৷ তিনি ফেরেন মাত্র ১১ রান করে৷ অধিনায়ক অইন মরগ্যানও এ দিন ছন্দে ছিলেন না৷ কিন্তু এই সমস্ত ব্যর্থতাই কার্যত একা ঢেকে দেন নীতীশ রানা৷ ৬১ বলে ৮৭ রান করে ফেরেন তিনি৷ যখন মনে হচ্ছিল এ দিন কেকেআর-এর ১৬০ পার করা কঠিন, তখনই দ্রুত রান তুলতে সক্ষম হন প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক৷ তাঁর ১০ বলে অপরাজিত ২১ রানের সৌজন্যে ২০ ওভারে ৫ উইেকেটে ১৭২ তোলে কলকাতা৷

রান তাড়া করতে নেমে চেন্নাই-এর হয়ে শুরুটা ভাল করেন তরুণ ঋতুরাজ গায়কোয়াড়৷ শেন ওয়াটসন ছন্দে না থাকলেও একাই চেন্নাই ইনিংসকে টানতে থাকেন তরুণ এই ব্যাটসম্যান৷ ওয়াটসন ফেরার পর অম্বাতি রায়ডু এবং গায়কোয়াড় মিলে দুর্দান্ত পার্টনারশিপ গড়েন৷ সেই সময় মনে হচ্ছিল কলকাতার ম্যাচে ফেরা কঠিন৷ রায়ডুকে ফিরিয়ে দেন কামিন্স৷ চার নম্বরে নামা ধোনিকে এ দিন ফের একবার দুরন্ত ডেলিভারিতে ফিরিয়ে দেন বরুণ চক্রবর্তী৷ তবু গায়কোয়াড়ই কেকেআর-এর সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন৷ কিন্তু ১৮ তম ওভারে তাঁকে ফিরিয়ে দিয়ে চেন্নাইয়ের কাজটা কঠিন করে দেন প্যাট কামিন্স৷ নিজের নামের প্রতি এ দিন অনেকটাই সুবিচার করলেন এই অস্ট্রেলীয়৷ ১৮ তম ওভারে বল করতে এসে মাত্র ৪ রান দেন তিনি৷ কিন্তু এ সবই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেল লকি ফার্গুসনের একটি ওভারের জন্য৷

কেকেআর টিম ম্যানেজমেন্টের অনেকগুলি সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠতে বাধ্য৷ প্রথমত, এখনও কেন ব্যাটিং অর্ডার চূড়ান্ত করা গেল না, কেন মরগ্যান, কার্তিকদের আগে রিঙ্কু সিংকে ব্যাটিং করতে পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন তুলবেনই কেকেআর সমর্থকরা৷

এই ম্যাচে হেরে ১২ পয়েন্টেই আটকে থাকল কলকাতা৷ শাহরুখ খানের দলের বাকি মাত্র একটি ম্যাচ৷ রান রেটের দিক থেকেও পিছিয়ে রয়েছে তারা৷ তুলনামূলক ভাবে ভাল জায়গায় রয়েছে কিংগস ইলেভেন পঞ্জাব৷ শেষ চারে যাওয়ার দৌড়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালসও৷ এই তিনটি দল ১২ পয়েন্টে থাকলেও তাদের ২টি করে ম্যাচ বাকি আছে৷ কলকাতা এই ম্যাচে হারায় মুম্বইয়ের প্লে অফে যাওয়া নিশ্চিত হয়ে গেল৷ ১৪ পয়েন্ট পেয়ে শেষ চারে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে দিল্লি ক্যাপিটালস এবং রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: CSK, IPL 2020, Kkr, KKR VS CSK