#শারজা: আইপিএলে শারজায় এই রবিবার প্রথম দিনের বেলার ম্যাচ৷ চ্যালেঞ্জিং এই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স৷ এদিন টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা৷ তবে গত ম্যাচে ব্যাট হাতে দাপট দেখালেও এদিন তাঁর ব্যাট ফুলঝুরি ছোটানোর আগেই আউট হয়ে গেলেন মুম্বইয়ের অধিনায়ক৷ মাত্র ৫ বলে ৬ রান করে সন্দীপ শর্মার হাতে আউট হন তিনি৷ তবে রোহিতের আউটের ধাক্কা সামলে দেন অন্য ওপেনার কুইন্টন ডি কক৷ মাত্র ৩৯ বলে ঝকঝকে ৬৩ রান করেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ৪ টি চার ও ৪ টি ছয় দিয়ে৷ ডি ককের গুরুত্বপূর্ণ আউটটি নিয়ে হায়দরাবাদকে আশার আলো দেখান রশিদ খান৷ এদিন ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে মুম্বই৷ তবে এই মাঠে এটাই সবচেয়ে কম রানের টার্গেট অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে এ পর্যন্ত সানরাইজার্সের সবচেয়ে রানের টার্গেট তাড়া করে জেতার হাতছানি৷
এদিন সূর্যকুমার যাদব মুম্বইয়ের হয়ে করেন ২৭ রান৷ ১৮ বলে এই রান করেন তিনি৷ তবে ৬টি চার দিয়ে সাজানো তাঁর ছোট্ট ইনিংস৷ সিদ্ধার্থ কউল এই আউট করার সঙ্গে সঙ্গে আইপিএলে ৫০ উইকেট নিলেন তিনি৷
With the wicket of Suryakumar Yadav, @Sidda79_KauL now has 50 wickets in IPL.#Dream11IPL #MIvSRH pic.twitter.com/UGfDxI3naq
— IndianPremierLeague (@IPL) October 4, 2020
রোহিত শর্মার পর ইশান কিশানের উইকেট নেন সন্দীপ শর্মা৷ ২৩ বলে ৩১ রান করেন তিনি৷ হার্দিক পান্ডিয়া ১৯ বলে ২৮ রান করেন৷ শেষ বাজিমাত হার্দিকের ভাই ক্রুনালের তিনি মাত্র ৪ বলে ২০ রান করেন৷ ১৩ বলে ২৫ করেন কাইরন পোলার্ড৷
এদিকে দুই দলের মধ্যের বাইশ গজের লড়াই হবে শাহজাহান ক্রিকেট স্টেডিয়ামে৷ মু্ম্বই ও হায়দরাবাদ দুই দলই এখনও অবধি চারটি করে ম্যাচ খেলেছ৷ দুটি দলই ২ টি করে ম্যাচ জিতেছে এবং ২ টি ম্যাচে হার স্বীকার করতে হয়েছে ৷রানরেটের নিরিখে হায়দরাবাদকে টপকে মুম্বই ক্রমতালিকার (IPL Points Table) তিন নম্বরে রয়েছে অন্যদিকে হায়দরাবাদ রয়েছে চার নম্বরে৷ এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা৷
এ পর্যন্ত আইপিএলের তিনটি নাইট ম্যাচ হয়েছে তিনটি ম্যাচ মোট ৬০ টি ছয় হয়েছে৷ তবে এদিনের ম্যাচে বোলারদের জন্য কিছু রসদ রয়েছে এমনটাই জানিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা৷ দেখে নিন টসের মুহূর্ত৷
#MumbaiIndians have won the toss and they elect to bat first against #SRH at Sharjah.
Live - https://t.co/JbJimPPCsF #Dream11IPL pic.twitter.com/Yso7b1OMxM — IndianPremierLeague (@IPL) October 4, 2020
চারবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আর একবার আইপিএল খেতাব সানরাইজার্স হায়দরাবাদ পেয়েছে৷ এ মরশুমে তাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner) ৷ মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের গত ম্যাচ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে খেলেছে৷ সেই ম্যাচে তারা ৪৮ রানে জিতেছিল৷ এই ম্যাচে রোহিত শর্মা অধিনায়কোচিত ৭০ রান করেছিলেন৷ আর শেষদিকের রানের ফুলঝুরি ঝরেছিল কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে৷
All set ☑️#Dream11IPL #MIvSRH pic.twitter.com/9qBPzSWEpv
— IndianPremierLeague (@IPL) October 4, 2020
সানরাইজার্স হায়দরাবাদ গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলেছিল৷ সেই ম্যাচে হায়দরাবাদ ধোনির চেন্নাইকে ৭ রানে হারিয়েছিল৷ এই ম্যাচে হায়দরাবাদের তরুণ ক্রিকেটার প্রিয়ম গর্গ ও অভিষেক শর্মা দুর্দান্ত ক্রিকেট খেলেছিলেন৷ তাদের ইনিংসের সুবাদেই কার্যত জয়ের যোগ্য টোটাল করেছিল হায়দরাবাদ৷ মাত্র ৬৯ রানে হায়দরাবাদের প্রধান চারটি উইকেট পতনের পরে প্রিয়ম ও অভিষেকের কারণেই লড়াইয়ের মতো ১৬৪ রানের লক্ষ্য খাড়া করতে পেরেছিল তারা৷
এদিনের দুই দলের প্রথম একাদশ দেখে নিন একনজরে৷
A look at the Playing XI for the two teams.#MIvSRH #Dream11IPL pic.twitter.com/wlUXmFxTWA
— IndianPremierLeague (@IPL) October 4, 2020
রবিবারের মেগা ম্যাচের দিকে চেয়ে এখন ক্রিকেটপ্রেমীর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL, IPL 2020, Mumbai Indians