#শারজা: আইপিএলে শারজায় এই রবিবার প্রথম দিনের বেলার ম্যাচ৷ চ্যালেঞ্জিং এই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স৷ দুই দলের মধ্যের বাইশ গজের লড়াই হবে শাহজাহান ক্রিকেট স্টেডিয়ামে৷ মু্ম্বই ও হায়দরাবাদ দুই দলই এখনও অবধি চারটি করে ম্যাচ খেলেছ৷ দুটি দলই ২ টি করে ম্যাচ জিতেছে এবং ২ টি ম্যাচে হার স্বীকার করতে হয়েছে ৷রানরেটের নিরিখে হায়দরাবাদকে টপকে মুম্বই ক্রমতালিকার (IPL Points Table) তিন নম্বরে রয়েছে অন্যদিকে হায়দরাবাদ রয়েছে চার নম্বরে৷ এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা৷
চারবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আর একবার আইপিএল খেতাব সানরাইজার্স হায়দরাবাদ পেয়েছে৷ এ মরশুমে তাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner) ৷ মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের গত ম্যাচ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে খেলেছে৷ সেই ম্যাচে তারা ৪৮ রানে জিতেছিল৷ এই ম্যাচে রোহিত শর্মা অধিনায়কোচিত ৭০ রান করেছিলেন৷ আর শেষদিকের রানের ফুলঝুরি ঝরেছিল কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে৷
All set ☑️#Dream11IPL #MIvSRH pic.twitter.com/9qBPzSWEpv
— IndianPremierLeague (@IPL) October 4, 2020
সানরাইজার্স হায়দরাবাদ গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলেছিল৷ সেই ম্যাচে হায়দরাবাদ ধোনির চেন্নাইকে ৭ রানে হারিয়েছিল৷ এই ম্যাচে হায়দরাবাদের তরুণ ক্রিকেটার প্রিয়ম গর্গ ও অভিষেক শর্মা দুর্দান্ত ক্রিকেট খেলেছিলেন৷ তাদের ইনিংসের সুবাদেই কার্যত জয়ের যোগ্য টোটাল করেছিল হায়দরাবাদ৷ মাত্র ৬৯ রানে হায়দরাবাদের প্রধান চারটি উইকেট পতনের পরে প্রিয়ম ও অভিষেকের কারণেই লড়াইয়ের মতো ১৬৪ রানের লক্ষ্য খাড়া করতে পেরেছিল তারা৷
মুম্বই ইন্ডিয়ান্সের ড্রিম ১১- রোহিত শর্মা (অধিনায়ক). কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইশান কিশান. সূর্য কুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, রাহুল চাহার, জেমস প্যাটিসন, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ৷
সানরাইজার্স হায়দরাবাদ ড্রিম ১১- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক) জনি বেরিস্তো. মণীষ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, আব্দুল সমদ, অভিষেক শর্মা, রশিদ খান, সন্দীপ শর্মা, খলিল আহমেদ ,টি নটরাজন৷
দুই দল- মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা, আদিত্য তারে, অনমোলপ্রীত সিং, অনুকূল রায়, ক্রিস লিন, ধবল কুলকার্নি, দিগ্বিজয় দেশমুখ, হার্দিক পান্ডিয়া, ইশান কিশান, জেমস প্যাটিসন, জসপ্রীত বুমরাহ, জয়ন্ত যাদব, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, মিশেল ম্যাকলিগান, মোহসিন খান. ন্যাথন কুল্টর নাইল, প্রিন্স বলবন্ত রায়, কুইন্টন ডি কক.রাহুল চাহার, সৌরভ তিওয়ারি, শেরফেন রদফোর্ড, সূর্যকুমার ়যাদব, ট্রেন্ট বোল্ট৷
সানরাইজার্স হায়দরাবাদ- ডেভিড ওয়ার্নার, জনি বেরিস্তো, কেন উইলিয়ামসন, মণীষ পান্ডে, শ্রীবৎস গোস্বামী, বিরাট সিংহ, প্রিয়ম গর্গ, ঋদ্ধিমান সাহা, আব্দুল সমাদ. বিজয় শংকর, মহম্মদ নবী, রশিদ খান, জেসন হোল্ডার, অভিষেক শর্মা, বি সন্দীপ শর্মা, সঞ্জয় যাদব, ফেবিয়ান এলেন, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, শাহবাজ নদীম, সিদ্ধার্থ কউল, বিলি স্টানলেক, টি নটরাজন, বাসিল থাম্পি৷