হোম /খবর /খেলা /
IPL 2020: ময়াঙ্ক, রাহুলের দানবীয় ব্যাটিং!‌ রানের পাহাড় গড়ল KXIP

IPL 2020: ময়াঙ্ক, রাহুলের দানবীয় ব্যাটিং!‌ রানের পাহাড় গড়ল KXIP

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যাল।

  • Last Updated :
  • Share this:

রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন উনাদকট। ব্যাটে কে এল রাহুল আর ময়াঙ্ক আগরওয়াল। শুরুটা দেখে করলেও পরে ধীরে ধীরে ব্যাট খুলতে থাকেন ময়াঙ্ক। তৃতীয় ওভারে উনাদকাটের থেকে ১৭ রান তুলে নেয় পঞ্জাব। উল্লেখ্য, এই ওভারেই ১০০ তম ছয় হয়ে যায় এবারের আইপিএল–এর। ৩ ওভারে ২৮ রানে পৌঁছয় পঞ্জাব। পরের ওভারে বল করতে আসেন বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের জোফ্রা আর্চার। কিন্তু প্রথম তিন বলেই তাঁকে বাউন্ডারির বাইরে পাঠান কে এল রাহুল। আগের দিনের ইনিংসের ভূত দেখতে শুরু করে রাজস্থান। ‌ছ’‌ওভার শেষে পঞ্জাবের রান দাঁড়ায় ৬০–এ। দুজনেই এক দারুণ শুরু করেন, একদিকে রাহুল, অন্যদিকে ময়াঙ্ক। রাজস্থানের বোলিং অ্যাটককে একেবারে সাধারণ মানে নামিয়ে আনেন দুজনে।

এরপর স্পিনাররা অ্যাটাকে এলেও বিশেষ লাভ হয়নি দু’‌দিক থেকেই ভয়ঙ্কর ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার। আট ওভার শেষে পঞ্জাবের রান পৌঁছে যায় ৮৬–তে। তখনও একটিও উইকেট পড়েনি। স্বাভাবিক কারণে চাপে পড়ে যায় স্টিভ স্মিথের রাজস্থান। অষ্টম ওভারেই নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ময়াঙ্ক। ছয় মেরে পৌঁছে যান ৫৪ রানে। দিশেহারা রাজস্থানের বোলিং তখন একটা উইকেটের জন্য হাপিত্যেশ করছে। ৮.‌৪ ওভারেই ১০০ রান পেরিয়ে যায় পঞ্জাবের। ‌১১ তম ওভারে সর্বোচ্চ পার্টানারশিপের রেকর্ড গড়েন কে এল রাহুল আর ময়ঙ্ক আগরওয়াল। পেরিয়ে যান ১২৩ রান। তখনও বিনা উইকেটে দাপিয়ে বেড়াচ্ছেন পঞ্জাবের দুই ওপেনার। ৩৫ বলে নিজের হাফ সেঞ্চুরি সেরে নেন কে এল রাহুল। আগের দিনের মতো না হলেও এদিনও তাঁর ইনিংস ছিল চোখ ধাঁধানো। ১৪ ওভারের মাথায় ১৬১ রানে পৌঁছে যায় পঞ্জাব। তখনও একটাও উইকেট পড়েনি। ১৪ ওভারেই নিজের সেঞ্চুরি করে ফেলেন ময়াঙ্ক আগরওয়াল। মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেন তিনি। ১৫ ওভারে ১৭০–এর কোঠা পেরিয়ে যায় পঞ্জাব। ‌শেষে ব্যক্তিগত ১০৬ রানের মাথায় ফেরেন ময়াঙ্ক। প্রথম উইকেট পড়ে পঞ্জাবের। ১৭ তম ওভারে, ১৮৩ রানের মাথায়। ১৮ ওভারে ফেরেন কে এল রাহুল। দুর্দান্ত ৬৯ রানের ইনিংস শেষে। ২০ ওভারে ২২৩ রানে ইনিংস শেষ করে পঞ্জাব।

এর আগে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যাল। জস বাটলার রাজস্থান দলে ফিরে এসেছেন বলেন জানান অধিনায়ক স্মিথ। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা অবাক হন স্মিথের সিদ্ধান্তে। কারণ, আগের ম্যাচে প্রথমে ব্যাট করে পাহাড় প্রমাণ রান করেছিল রাজস্থান। এই ম্যাচে কেন পরে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। খেলা যত গড়ায় ততই বোঝা যায়, কেন সিদ্ধান্ত ভুল ছিল। এতক্ষণ ধরে যেভাবে দাপিয়ে বেড়ালেন রাজস্থানের খেলোয়াড়রা, তাতে স্মিথও বোধহয় পরে ভাবছেন ছোট বাউন্ডারির শারজায় আগে ব্যাট করলেই ভাল করতেন।

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: IPL 2020