IPL 2021: ফের কি মরুদেশেই টুর্নামেন্ট! উড়িয়ে দেওয়া যাচ্ছে না সম্ভাবনা

IPL 2021: ফের কি মরুদেশেই টুর্নামেন্ট! উড়িয়ে দেওয়া যাচ্ছে না সম্ভাবনা
BCCI to decide IPL 2021 venue after player auction on February 18

গতবারের মতো এবারও কি আইপিএল (IPL 2021) হবে সংযুক্ত আরব আমিরশাহিতে? এখনই এই প্রশ্নের উত্তর 'হ্যাঁ' বা 'না'-তে দেওয়া সম্ভব নয়৷ মরুদেশকেই বিসিসিআই (BCCI) ব্যাক-আপ ভেন্যু ধরে চলছে বলেই সূত্রের খবর৷

 • Share this:

  #মুম্বই: গতবারের মতো এবারও কি আইপিএল (IPL 2021) হবে সংযুক্ত আরব আমিরশাহিতে? এখনই এই প্রশ্নের উত্তর 'হ্যাঁ' বা 'না'-তে দেওয়া সম্ভব নয়৷ মরুদেশকেই বিসিসিআই (BCCI) ব্যাক-আপ ভেন্যু ধরে চলছে বলেই সূত্রের খবর৷ আগামী ১৮ ফেব্রুয়ারি ইংল্যান্ড সিরিজের মাঝেই আইপিএল নিলাম চেন্নাইতে৷ তারপরেই ভারতীয় ক্রিকেট বোর্ড ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ যদিও ঘরের মাঠেই আইপিএল আয়োজন করা বোর্ডের কাছে প্রাধান্য পাবে৷ একান্ত করা না গেলে আমিরশাহিতেই হবে আইপিএল৷

  ভারত এখনও করোনা মুক্ত দেশ নয়৷ মহামারি নিয়ন্ত্রণে এসেছে বটে, কিন্তু তা চলে য়ায়নি৷ ফলে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বিসিসিআই কোনওরকম ঝুঁকি নিতে চায় না৷ এপ্রিল-মে মাস নাগাদ আইপিএল হবে বলেই এখনও পর্যন্ত ঠিক হয়ে রয়েছে৷ সেই সময়ে ভারতে করোনা সংক্রমণ কেমন থাকে, তা দেখেই হয়তো সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ দ্য টাইমস অফ ইন্ডিয়াকে বোর্ডের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, "১৮ ফেব্রুয়ারি মিনি নিলামের পরেই ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে৷ বিসিসিআই আইপিএল আয়োজনের জন্য সব রাস্তাই খোলা রাখছে৷ ভারতে আইপিএল আয়োজন করা বোর্ডের কাছে সবসময় অগ্রাধিকার পাবে৷ কিন্তু লজিস্টিকসের ব্যাপারটাও দেখতে হবে৷ সেই বিচারে সংযুক্ত আরব আমিরশাহি এখনও আমাদের বিকল্প৷ কম-বেশি সবই ওখানে রয়েছে৷ অন্যদিকে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গেও বিসিসিআই সেপ্টেম্বরে মৌ চুক্তি স্বাক্ষরিত করেছে৷"

  অন্যদিকে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি মরুদেশে প্রথম একাদশ বাছতে গিয়ে গত বছর হিমশিম খেয়েছিল৷ কারণ ভারতে তাঁদের ঘরের মাঠের থেকে মধ্য প্রাচ্যের মাঠ সম্পূর্ণ আলাদ৷ দেখতে গেলে তিনবাবের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের নাভিশ্বাস উঠে গিয়েছিল দলগঠনের সময়৷ যার প্রতিফলন ছিল অত্যন্ত হতশ্রী পারফরম্যান্স৷ ইমরান তাহির ও মিচেল স্যান্টনারকে রিজার্ভেই রাখতে হয়েছিল তাদের৷ এই প্রসঙ্গে বোর্ডের ওই কর্তা বলছেন, "ফ্র্যাঞ্চাইজিরা ঐতিহাসিক ভাবে দল বেছে নিয়েছিল প্লেয়িং কন্ডিশন মাথায় রেখেই৷ এখনও পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়৷ সংযুক্ত আরব আমিরশাহি ভীষণ ভাবেই বিকল্প ভেন্যু হিসাবে এগিয়ে আছে৷ তবে আমরা নতুন ভেন্যু নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে কথা বলব৷'


  Published by:Subhapam Saha
  First published: