#মুম্বই: আইপিএল (IPL 2021) ১৪ তম মরশুমে -র আগে ফের একবার বসবে প্লেয়ারদের নিলামের আসর৷ ১৬ ফেব্রুয়ারি বসতে পারে এই মিনি নিলামের আসর (ipl 2021 mini auction)৷ এই নিলামে নিজেদের নাম রেজিস্ট্রার করাতে হবে ৪ ফেব্রুয়ারির মধ্যে৷ খবর অনুযায়ি এবারের আইপিএল নিলামে সামিল হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) নিয়ম অনেক বেশি শক্ত করে দিয়েছে৷ কোনও ক্রিকেটার যদি সরাসরি নিলামে সামিল হতে চায় তাহলে রাজ্যের গভর্নিং বডির সঙ্গে সরাসরি কথা বলতে হবে৷ এরজন্য ক্রিকেটারদের এজেন্ট বা ম্যানেজারের সঙ্গে কোনও কথা বলা হবে না৷
২০ জানুয়ারির মধ্য সমস্ত ফ্রাঞ্চাইজিদের নিজেদের প্লেয়ারদের তালিকা ঘোষণা করতে হবে যাঁদের তাঁরা রেখে দিতে চান৷ এদিকে যে ক্রিকেটাররা নতুন করে রেজিস্ট্রেশন করাতে চান তাঁদের ৪ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবে৷ বিভিন্ন রাজ্য সংস্থাগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে বিসিসিআই৷ সেখানে জানানো হয়েছে রাজ্য সংস্থাগুলি বিভিন্ন ক্রিকেটারদের রেজিস্ট্রেশন করাতে চাইলে তাদের সমস্ত নিয়মাবলী মেনে তবে ক্রিকেটারদের নাম পাঠাতে হবে৷
বোর্ড অনুর্ধ্ব ১৯ ও অবসর নিয়ে নেওয়া ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম জারি করেছে বোর্ড৷ এঁরা অংশ নিতে পারলেও কিছু নিয়ম মানতে হবে৷ সেই অনুর্ধ্ব ১৯ ক্রিকেটার নিলামে নাম দিতে পারবেন যাঁদের নাম রেজিস্ট্রেশন করা আছে তাঁরাই অংশ নিতে পারবেন৷ তাঁকে অন্তত একটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে হবে৷ যে ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে তাঁরা অ্যানক্যাপড প্লেয়ার হিসেবে অংশ নিতে পারবেন৷ তাঁদের অবসর সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্ট পেশ করতে হবে৷