#মুম্বই: করোনা ভাইরাস অতিমারিতে ২০২০-র আইপিএলের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরশাহিতে৷ বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট বা বিসিসিআই সূত্রে খবর ভারতের মাটিতেই বসুক আইপিএলের আসর এমনটাই চাইছে সকলে৷ তবে করোনা ভাইরাস সংক্রান্ত জটিলতা কীভাবে ঘটবে ৷
মুম্বই মিররে প্রকাশিত খবর অনুযায়ি আইপিএলে -র গভর্নিং কাউন্সিল মঙ্গলবার বৈঠকে বসে ৷ সেখানেই সিদ্ধান্ত হয়েছে আইপিএল ২০২১ ( 2021 IPL) গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে৷ বৈঠকের পর ট্রেডিং উইন্ডো খুলে দেওয়া হয়েছে৷ ফ্রাঞ্চাইজিদের বলা হয়েছে ২১ জানুয়ারির মধ্য প্লেয়ারদের ছেড়ে দিতে৷ এই রিপোর্টে দাবি করা হয়েছে মিনি অকশন অর্থাৎ ছোট নিলাম হবে ৷ প্রস্তাবিত তারিখ ফেব্রুয়ারির ১১ ৷
ফ্রাঞ্চাইজিরা কাদের ছাড়বেন সেটা এখন দেখার বিষয়৷ রিপোর্ট অনুযায়ি আগে শোনা গিয়েছিল একদম বড়সড় মাপের আইপিএল নিলাম হবে৷ তবে মিনি নিলাম হবে৷ বিসিসিআই সদস্যরা জানিয়েছে আইপিএলের অনেক কিছু নির্ভর করবে সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্ট কেমন হয়৷
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বিসিসিআই সদস্য জানিয়েছেন, ‘সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট কেমন যায় তার ওপর নির্ভর করবে আইপিএলে আমরা ঠিক কী করব?’
ছোট ফর্ম্যাটে ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যশালী টুর্নামেন্ট খুব তাড়াতাড়ি শুরু হবে৷ সঞ্জু স্যামসন, শ্রীসন্থ ও সূর্য কুমার যাদব এই টুর্নামেন্টে খেলবেন৷