#মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট আলবিদা জানানো এমএস ধোনি (MS Dhoni) শুধুই খেলেন আইপিএল (IPL 2021) ৷ আসন্ন টুর্নামেন্টেই হয়তো শেষবার মাঠে দেখা যাবে তিনবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিশ্ববন্দিত অধিনায়ককে৷
আইপিএল শুরু হতে এখনও বেশ কয়েক মাস দেরি থাকলেও ধোনি এক অনন্য রেকর্ড করে ফেললেন৷ দেশ-বিদেশ মিলিয়ে আইপিএলের প্রথম ক্রিকেটার হিসাবে তিনি ১৫০ কোটির রেকর্ড বেতনে নিজের নাম লেখাতে চলেছেন৷ এর আগে কোনও ক্রিকেটার এত বেতন পাননি৷ এমনকী টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্যাপ্টেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) রোহিত শর্মা (Rohit Sharma) ও ভারত অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli) আছেন অনেক পিছনে৷
এবার জেনে নেওয়া যাক ধোনির ১৫০ কোটির বেতনের গল্পটা ঠিক কী! এখনও পর্যন্ত আইপিএল খেলে ধোনি বেতন বাবদ পেয়েছেন ১৩৭.৮ কোটি টাকা৷ এই মরসুমে তিনি পাবেন ১৫ কোটি টাকা, এই বেতনের অঙ্কেই সিএসকে (CSK) ধোনির সঙ্গে চুক্তিবদ্ধ৷ শেষ ১৩ বছরে দু'টি ফ্র্যাঞ্চাইজি (চেন্নাই ও পুণে) থেকে পাওয়া মোট বেতনের সঙ্গে ১৫ কোটি যোগ করলে তা ১৫২ কোটি ৮৪ লক্ষ টাকা৷ এমনটাই রিপোর্ট দিয়েছে ইনসাইডস্পোর্ট মানিবল৷
ধোনির পরেই আছেন রোহিত৷ হিটম্যান এখনও পর্যন্ত দুই ফ্র্যাঞ্চাইজির (ডেকান চার্জাস ও মুম্বই ইন্ডিয়ান্স) হয়ে খেলে উপার্জন করেছেন ১৪৬.৬ কোটি টাকা৷ ৩ কোটি টাকার বেতনে চুক্তিবদ্ধ হয়ে আইপিএল কেরিয়ার শুরু করা রোহিত এখন প্রতি মরসুমে ১৫ কোটি টাকা পান৷ চোদ্দদশ আইপিএল খেলার পরে রোহিতের অর্জিত বেতন হবে ১৪৬ কোটি ৬০ লক্ষ টাকা৷
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) ক্যাপ্টেন বিরাট প্রতি মরসুমে পান ১৭ কোটি টাকা৷ তিনি ১২ লক্ষ টাকায় আইপিএল খেলা শুরু করেছিলেন৷ এবারের ১৭ কোটি যোগ করলে কিং কোহলির আইপিএল থেকে বেতন বাবদ মোট উপার্জনের অঙ্কটা দাঁড়াবে ১৪৩ কোটি ২০ লক্ষ টাকা৷