#নয়াদিল্লি: আগেই বলা হয়েছিল, আইপিএল–এর খেলায় প্রাথমিক ভাবে লোক ঢুকতে দেওয়া হবে না। পরে আরব সরকার অনুমতি দিলে শেষের দিকের কয়েকটি খেলায় দর্শকাসনে সমর্থকদের দেখা যেতে পারে। কিন্তু তার থেকে ভাল ফল হয়ত অপেক্ষা করছে আইপিএল–এর জন্য। সম্প্রতি UAE ক্রিকেট বোর্ড ইচ্ছা প্রকাশ করেছে, স্টেডিয়াম ও ইন্ডোর গেমে, যেগুলি এই প্যানডেমিকের মধ্যেও আয়োজিত হচ্ছে, সেগুলিতে দর্শকদের আসার অনুমতি দেওয়ার জন্য। হতে পারে পূর্ণ মাত্রায় উপস্থিতি, আবার হতে পারে, অর্ধেক উপস্থিতি। সরকারের সঙ্গে সেই বিষয়েই কথা বলছে UAE ক্রিকেট বোর্ড। সেখান থেকে সবুজ সংকতে পেলেই তারপর দর্শকাসন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা।
UAE ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশির উসমানি জানিয়েছেন, ECB বিসিসিআই–এর সঙ্গে কথা বলছে। তাঁরা কতজন লোক দর্শকাসনে চাইছেন, মানে সংখ্যাটা কতজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা চাই আমাদের এশিয়ার প্রবাসী ও ক্রীড়াপ্রেমিরা যাতে এই খেলা দেখতে পারেন, সামনে উপস্থিত থাকতে পারেন।’ ইতিমধ্যে বিসিসিআই একটি বিস্তারিত এসওপি তৈরি করেছে সমস্ত ফ্র্যাঞ্জাইজিদের জন্য। টুর্নামেন্ট চলাকালীন সেই নিয়ম মেনে চলতে হবে। নিয়মে বলা হয়েছে, প্রথম সপ্তাহে খেলোয়াড়রা একে অপরের সঙ্গে দেখা করতে পারবেন না, তিনবার টেস্ট করা হবে, তারপর যদি কোভিড রিপোর্ট নেগেটিভ আসে তাহলেই দেখা করার অনুমতি পাওয়া যাবে। এছাড়া আমিরশাহি সরকারও নিজেদের ‘সেফ্টি গাইডলাইন’ বিসিসিআইকে দিয়েছে, যা মেনে চলতে হবে খেলোয়াড়দের। উসামানি জানিয়েছেন, যথেষ্ট পরিকাঠামো থাকায় তিন শহরে আটটি দলকে রেখে তাঁদের প্র্যাকটিসের ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় আয়োজন করতে কোনও সমস্যা হবে না। তিনি উল্লেখ করেছেন দুবাইতে যে আইসিসি অ্যাকাডেমি রয়েছে, সেখানে সমস্ত অত্যাধুনিক ব্যবস্থা আছে প্র্যাকটিসের। তাই খেলা চালু হলে, বা আগে অনুশীলনের সময় কোনওরকম সমস্যার মুখে পড়তে হবে না খেলোয়াড়দের। কেবল মাত্র কঠোর করা হয়েছে স্বাস্থ্যবিধি, যা মেনে চলতেই হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2020