#মুম্বই: IPL 2020 -র ত্রয়োদশ মরশুমে খেলতে সব দলই সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গেছে৷ কিন্তু এখনও আইপিএলের ক্রীড়াসূচি এখনও প্রকাশ করেনি বিসিসিআই৷ দল, ফ্যান সকলেই এখন দিন গুনছেন কবে ক্রীড়াসূচি প্রকাশিত হবে৷ একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ি ক্রীড়াসূচি প্রকাশিত না হওয়ার কারণ আবুধাবিকে ঘিরে ধোঁয়াশা৷ আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে যে যে জায়গাগুলিতে হওয়ার কথা তারমধ্যে অন্যতম আবুধাবি৷ সূত্রের খবর আবুধাবিতে এই মুহূর্তে বেশ তরতর করে বাড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা৷ আর এই জন্যেই আবুধাবিকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে৷
আবুধাবি আদৌ পাওয়া যাবে কিনা জানা যাচ্ছে না বলেই বিসিসিআই আইপিএলের ক্রীড়াসূচি প্রকাশ করতে পারছে না৷ আবুধাবির স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন শহরে ঢুকতে গেলে র্যাপিড টেস্ট করাতেই হবে৷
এরফলে আবুধাবিতে ঢোকার সময় দল, সম্প্রচারকারী সংস্থা ও অন্য আধিকারিকদের জন্য অতিরিক্ত খরচ বাড়বে৷ এর কী সমাধানসূত্র বার করা যায় তাই খতিয়ে দেখছে বিসিসিআই৷ খবর এরকমই যে আবুধাবিতে ম্যাচের সংখ্যা কমানো হতে পারে৷
সূত্রের খবর অনুযায়ি প্রথমভাগের কয়েকটি ম্যাচ আবুধাবিতে আয়োজন করা হবে৷ এই মুহূর্তে কয়েকটি দল দুবাইতে আছে৷ আর মুম্বই ইন্ডিয়ন্স ও কেকেআর আবুধাবিতে রয়েছে৷ রাজস্থান, কিংস ইলেভেন শুক্রবার শারজা যাবে৷ তারা আইসিসি অ্যাকাডেমিতে ট্রেনিং করবেন৷
দিন কয়েক আগে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল একটি স্পোর্টস সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানান ক্রীড়াসূচি জারি করতে দেরি হচ্ছে, তবে এই সপ্তাহের শেষে ক্রীড়াসূচি ঘোষণা করা হবে৷ ক্রীড়াসূচি ঘোষণা করা না হলেও সূত্রের খবর অনুযায়ি মুম্বই ইন্ডিয়ন্স ও সিএসকে খেলবে৷ কারণ রোহিত শর্মা ধোনির অবসরের খবরে যখন ট্যুইট করেন তখন তিনি লিখেছেন প্রথম ম্যাচে ১৯ তারিখ টসে তাঁদের দেখা হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।