#দুবাই: ‘করব লড়ব জিতব রে ’- এই থিম সঙ নিয়েই মরুরাজ্যে আইপিএল অভিযানে মেতেছে শাহরুখ খানের নাইটরা। কলকাতা নাইট রাইডার্স (KKR) যদি আইপিএল অভিযানে দাপট বজায় রাখতে চায় তাহলে তাদের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে হবে৷ দুবাই ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে তাদের দুরন্ত পারফরম্যান্স বজায় রাখতে হবে৷
এদিকে এবারের টুর্নামেন্টের ছুপা রুস্তম হিসেবে দেখা হচ্ছে রাজস্থান রয়্যালসকে৷ নিজেদের শেষ ম্যাচে কিংসের দেওয়া ২২৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করে ম্যাচ জিতে যায়৷ সঞ্জু স্যামসন এ মরশুমে যেভাবে খেলছেন তাতে ২০০ রানের লক্ষ্যমাত্রাও সহজেই তাড়া করে নিতে পারছে তাদের দল৷ তরুণ রাহুল ও সঞ্জু -র এবারের আইপিএলের পারফরম্যান্স যেকোনও বিপক্ষ দলের কাছে ভয়ের৷ তাই নাইট বোলিং ব্রিগেডের লক্ষ্য থাকবে এই দুই ক্রিকেটারকে ব্যাট খুলতে না দেওয়া৷
রাহুল গত ম্যাচে কিংসের বিরুদ্ধে ৩১ বলে ৫৩ রানের যে কার্যকরী ইনিংসটি খেলেছিলেন তার সুবাদেই ম্যাচ জিততে পেরেছিল রাজস্থান৷ হরিয়ানার অলরাউন্ডার তারকা তকমা ছাড়াই সেদিনের ম্যাচের গেমচেঞ্জার হয়ে উঠেছিলেন৷
রাহুল সেদিনের ইনিংসে কিন্তু শুরু থেকেই বিধ্বংসী ছিলেন না, প্রথম ১৯ বলে ৮ ও পরে ২৩ বলে ১৭ রান করেছিলেন, কিন্তু এরপরেই যেন তিনি ভয়ানক হয়ে ওঠেন৷ তিনি জোরে বোলার শেল্ডন কর্টরেলের ওভারে পাঁচটি ছক্কা মেরে গেমের নক্সাই বদলে দেন৷ কিন্তু রয়্যালসের প্রথম ২ ম্যাচের জয়ের নায়ক কেরলের উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন৷
সঞ্জু এবারের আইপিএলে ২১৪.৮৬ স্ট্রাইকরেটে দুটি অর্ধশতরান করে ফেলেছেন৷ দলে তিনি উইকেটকিপার ব্যাটসম্যানের জায়গাটা দলে মজবুত করে নিয়েছেন৷
দল স্টিভ স্মিথের অধিনায়কত্বে দারুণ নিশ্চিন্তভাবে পারফর্ম করছে৷ তিনিও ২ টি অর্ধশতরান করেছেন৷ তবে এখনও ধামাকা ওপেনার জস বাটলারের ব্যাট জ্বলে ওঠেনি৷ যদি কেকেআরের বিরুদ্ধেই জ্বলে ওঠে তাহলে নাইট বোলাদের ওপর নিঃসন্দেহে সেটা চাপ বাড়াবে৷
এই অবস্থায় যদি কেকেআরকে রয়্যালসের বিরুদ্ধে দাপট দেখাতে হয় তাহলে নিজেদের ধামাকা ওপেনার আন্দ্রে রাসেলের চওড়া ব্যাটকে জ্বলে উঠে দলকে বড় প্ল্যাটফর্মে পৌঁছে দিতে হবে৷ পাশাপাশি পারফর্ম করতে হবে ইংল্যান্ডের প্রতিভাশালী অধিনায়ক ইয়ন মর্গ্যানকেও৷ এখনও অবধি এই দুই বিদেশি তারকা সেভাবে পারফর্ম করার সুযোগই পাননি কারণ তাঁদের পাঁচ ও ছয় নম্বরে নামানো হয়েছে৷ বিশেষত রাসেলকে এই ম্যাচে ওপরের দিকে ব্যাট করতে পাঠানো উচিত এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷ কারণ গত মরশুমে ২০৪.৮১ স্ট্রাইক রেটে তিনি ৫১০ রান করেছেন৷এবারের আইপিএলে কেকেআর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরেছিল৷ পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাদের ভুলের সুযোগ নিয়ে দারুণভাবে টুর্নামেন্টে ফিরে এসেছে৷ শুভমান গিলের দারুণ অর্ধশতরান ও মর্গ্যানের ইনিংস কেকেআরকে জয়ের কাঙ্খিত ১৪৫ রানে পৌঁছে দেয়৷
কিন্তু রয়্যালস যেভাবে ব্যাট করছে তাতে এই ম্যাচে ফের বড় রানই হবে এমনটা মনে করা যেতেই পারে৷ এবারের টুর্নামেন্টের এখনও অবধি দুটি সুপার ওভারই দুবাইতেই হয়েছে৷ এই ভ্যেনুতে রাজস্থান ও কলকাতা ২ দলই নিজেদের প্রথম ম্যাচ খেলবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।