#আবুধাবি: দর্শকের সেই গর্জন হয়তো নেই ৷ নেই কোনও চিয়ারলিডারও ৷ কিন্তু তার মধ্যেই জমে উঠেছে ক্রিকেটের ক্রোড়পতি লিগ ৷ আজ, বুধবার আবু ধাবিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমে পড়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ মুম্বইয়ের বিরুদ্ধে অতীত রেকর্ড একেবারেই ভাল নয় নাইটদের ৷ কিন্তু মরু শহরে নিজেদের সেরাটা দিতে মরিয়া দীনেশ কার্তিকের দল ৷ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে নিজের ১৫০ তম ম্যাচ খেলতে নেমেছেন কিয়েরন পোলার্ড ৷ বুধবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক ৷ কেকেআর দলের চার বিদেশিরা হলেন অ্যান্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যান, সুনীল নারিন এবং প্যাট কামিন্স ৷ অপরদিকে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হয়নি ৷
A look at the Playing XI for #KKRvMI #Dream11IPL pic.twitter.com/NJD1QQTqhM
— IndianPremierLeague (@IPL) September 23, 2020
Kolkata Knight Riders: 1. Shubman Gill, 2. Sunil Narine, 3 Nitish Rana, 4. Eoin Morgan, 5. Dinesh Karthik (capt. & wk), 6. Andre Russell, 7. Nikhil Naik, 8. Pat Cummins, 9. Kuldeep Yadav, 10. Sandeep Warrier, 11. Shivam Mavi
Mumbai Indians: 1. Rohit Sharma (capt.), 2. Quinton de Kock (wk), 3. Suryakumar Yadav, 4. Saurabh Tiwary, 5. Kieron Pollard, 6. Hardik Pandya, 7. Krunal Pandya, 8. James Pattinson, 9. Rahul Chahar, 10. Trent Boult, 11. Jasprit Bumra
Kieron Pollard will be donning the @mipaltan jersey for the 150th time today.
Take a bow, Pollard.#Dream11IPL #KKRvMI pic.twitter.com/43ORVG9pby — IndianPremierLeague (@IPL) September 23, 2020
রোহিত শর্মার শিল্প বনাম আন্দ্রে রাসেলের শক্তির দ্বৈরথ। এই লড়াই দেখার অপেক্ষায় গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা ৷
Dre Russ in the house for #Dream11IPL#KKRvMI pic.twitter.com/xPU0b88wbB
— IndianPremierLeague (@IPL) September 23, 2020
আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৯ বার জিতেছে মুম্বই। ছ’বার কেকেআর। নাইট শিবির যদিও বিপক্ষের শক্তি নিয়ে ভাবতে নারাজ। দীনেশ কার্তিকরা নিজেদের পরিকল্পনার উপরেই বেশি জোর দিতে চাইছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2020, Kkr, Mumbai Indians