#দুবাই: প্রথমে শিখর ধাওয়ানের সঙ্গে পৃথ্বী শ -র দুরন্ত পার্টনারশিপ-যাঁর ফসল পৃথ্বীর একটা ঝকঝকে অর্ধশতরান৷ আর তারপর শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের নিজ নিজ অবদানে চেন্নাইয়ের বিরুদ্ধে লড়াইযোগ্য ১৭৬ রানের টার্গেট রাখল তারা৷
এদিন ৪৩ বলে ৬৪ রান করেন পৃথ্বী৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ শিখর ধাওয়ান ২৭ বলে ৩৫ রান করেন৷ এছাড়াও উপযুক্ত সময়ে উপযুক্ত পারফরম্যান্স করে ২৫ বলে ৩৭ রান করেন ঋষভ পন্থ ৷ তাঁর ইনিংসে রয়েছে ৫ টি চার৷ ২২ বলে ২৬ রান অধিনায়ক শ্রেয়স আইয়ারের৷ এদিনের খেলায় তাঁরা কেউই সেরকম বড় রান পোস্ট করতে না পারলেও সকলের সমবেত যোগদানে দলের স্কোর ভালোই পোস্ট হয়৷
এদিকে এদিন চেন্নাইয়ের হয়ে একটি করে উইকেট নিয়েছেন চাহার, কুরান ও হ্যাজেলউড৷
IPL ২০২০- এ র লড়াই জোরদার জমে উঠেছে৷ দিল্লি ক্যাপিটাল্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ মরুরাজ্যে৷ এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস৷
Delhi Capitals vs Chennai Super Kings ম্যাচ হবে দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে৷ দিল্লি এবারের টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে অভিযান৷ অন্যদিকে ইতিমধ্যেই চেন্নাই ২ টি ম্যাচ খেলেছে৷ যার মধ্যে প্রথমটিতে জয় পেলও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে সিএসকে-কে৷ দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে চেন্নাইয়ের পরিসংখ্যান বেশ উজ্জ্বল৷ ২১ বার মুখোমুখি হয়েছে দুই দল৷ ১৫ বার জিতেছে ধোনির ছেলেরা৷
এদিনের ম্যাচে টসে মুখোমুখি দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং তরুণ শ্রেয়স আইয়ার৷
Pre-match routines ✅#Dream11IPL #CSKvDC pic.twitter.com/Twmr2qGB8t
— IndianPremierLeague (@IPL) September 25, 2020
এদিকে এর আগেই থিঙ্কট্যাঙ্ক সূত্রে খবর ছিল চেন্নাই দলে বদল আসবে৷ এদিন আগের ম্যাচের থেকে চেন্নাই দলে একটি ও দিল্লি দলে ’ টি পরিবর্তন হয়েছে।দেখে নিন দু দলেরই প্রথম একাদশ ।
A look at the Playing XI for #CSKvDC #Dream11IPL pic.twitter.com/mc9qV03qJT
— IndianPremierLeague (@IPL) September 25, 2020
MS Dhoni has the won the toss and #CSK will field first in Match 7 of #Dream11IPL.#CSKvDC pic.twitter.com/HC54FrZS6a
— IndianPremierLeague (@IPL) September 25, 2020
এদিনের ম্যাচে দ্বিতীয় জয়ের খোঁজে দুই অধিনায়ক অর্থাৎ শ্রেয়স আইয়ার ও মহেন্দ্র সিং ধোনি।