#মুম্বই: IPL-এর টাইটেল স্পনসর কে হবে ? দৌড়ে এতদিন এগিয়ে ছিল টাটা সনস, Byju’s,আনঅ্যাকাডেমি ৷ টাইটেল স্পনসর হতে আগ্রহ প্রকাশ করেছিল রিলায়েন্স জিও এবং পতঞ্জলিও ৷ কিন্তু মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হল, আইপিএলের নতুন টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন ৷ অনলাইন এই গেমিং অ্যাপ সংস্থার সঙ্গে ২২২ কোটি টাকার চুক্তি সেরে ফেলেছে বিসিসিআই। বিডে এদিন বাকি সব সংস্থাকে পিছনে ফেলে আইপিএলের টাইটেল স্পনসরশিপ রাইটস পেয়ে যায় ড্রিম ইলেভেন ৷
চিনা সংস্থা ভিভোর পরিবর্তে আইপিএলের নতুন টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন ৷ কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ড্রিম ইলেভেনের সঙ্গে চিনের যোগ নিয়েও ৷
তবে এসব নিয়ে এখন অবশ্যই মাথা ঘামাতে চাইবেন না বোর্ড কর্তারা ৷ আইপিএল শুরুর ঠিক একমাস আগে নতুন স্পনসর পেয়ে স্বভাবতই স্বস্তিতে তাঁরা ৷ ক্রিকেটপ্রেমীরা অবশ্য টুর্নামেন্টের নতুন টাইটেল স্পনসর নিয়ে মজার মিম বানাতেও এদিন ছাড়েননি ৷
When Other sponsors like Patanjali, Byju and Jio realised that Dream11 is Title sponsor of the IPL2020 @IPL @BCCI
#dream11 pic.twitter.com/6O70rr5FwZ— fenilkothari (@fenilkothari) August 18, 2020
JUST IN : Dream 11 to be new IPL sponsor
Now runs scored by Captain will be doubled and runs scored by Vice captain will be 1.5x according to Dream 11 rules.#Dream11 #IPL2020 pic.twitter.com/W8j1cHu2xb— BCCI ➐ (@not_BCCI) August 18, 2020
কেউ কেউ প্রশ্ন তুলেছেন পতঞ্জলির কী হল ? স্পনসর হওয়ার দৌড়ে এতদিন পর্যন্ত যে সব সংস্থাদের নাম সবাই শুনে এসেছেন ৷ তাদেরকে পিছনে ফেলে হঠাৎ ড্রিম ইলেভেন কোত্থেকে এল ? কেউ কেউ মজা করে এও বলছেন, ড্রিম ইলেভেন যখন স্পনসর, তাহলে কি ব্যাটসম্যানরাও এবার ‘ডাবল’ রান করবেন ?