• Home
 • »
 • News
 • »
 • ipl
 • »
 • আইপিএল খেলতে চেন্নাই দলের সঙ্গে পাড়ি জমালেন না হরভজন সিং!

আইপিএল খেলতে চেন্নাই দলের সঙ্গে পাড়ি জমালেন না হরভজন সিং!

Photo Courtesy- BCCI

Photo Courtesy- BCCI

সংযুক্ত আরব আমিরশাহিতে যাওয়ার আগে সমস্ত সিএসকে প্লেয়ারদের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে৷

 • Share this:

  #চেন্নাই: শুক্রবারই সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের ত্রয়োদশ মরশুম খেলতে পাড়ি জমিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা৷ বিভিন্ন আইপিএল ফ্রাঞ্চাইজিদের দল এদিনও উড়ে গেছে ইউএই-তে ৷ চেন্নাই সুপার কিংসের ধোনি-রায়না সহ পুরো দলই এদিন পাড়ি জমিয়েছিল৷ তবে অদ্ভুতভাবে দলের সঙ্গে যাননি হরভজন সিং৷

  এদিকে সিএসকে-র গুরুত্বপূর্ণ সদস্য হরভজন সিং৷ তিনি এর আগে মুম্বই ইন্ডিয়ান্সে থাকলেও ২০১৮-র নিলামের সময় চেন্নাই সুপার কিংস তাঁকে ২ কোটি টাকার বেস প্রাইসেই কিনে নেয়৷ গত মরশুমে সিএসকে-এর হয়ে ১১ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছিলেন ভাজ্জি।

  এদিকে চেন্নাই সুপার কিংসের পাঁচদিনের কন্ডিশনিং ক্যাম্পেও যোগ দেননি প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। তিনি এবার দলের সঙ্গে দুবাই পাড়ি দিলেন না৷ কেন হঠাৎ করে কেন ভাজ্জি এই কাজ করলেন তা সরকারিভাবে জানিয়েছে চেন্নাই৷ এই ফ্রাঞ্চাইজি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছে -  সিএসকে ম্যানেজমেন্টকে ভাজ্জি জানিয়ে দিয়েছেন, দু'সপ্তাহ পরে তিনি দুবাইতে পৌঁছে যাবেন বলে আশা করছেন। ব্যক্তিগত কারণেই হরভজনের এই সিদ্ধান্ত৷

  জানা গিয়েছে, সিএসকে টিমের সঙ্গে আমিরশাহি যাচ্ছেন না হরভজন সিং। কারণ তাঁর মা অসুস্থ, তাই সপ্তাহ দুয়েক পরে দুবাইয়ের টিমের সঙ্গে যোগ দেবেন। এদিকে ক্যাম্প থেকে উড়ে যাওয়ার একদিন আগে একদিন আগে শার্দুল ঠাকুর সিএসকে-র সঙ্গে যোগ দিয়েছিলেন অন্যদিকে উড়ে যাওয়ার একদিন আগে বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন রবীন্দ্র জাডেজা৷

  দুবাই পাড়ি জমানোর আগে চেন্নাইতে ১৫ অগাস্ট  থেকে বিশেষ ট্রেনিং ক্যাম্প করেছে চেন্নাই সুপার কিংস৷ লক্ষ্মীপতি বালাজির তত্বাবধানে এই ট্রেনিং ক্যাম্প চলছিল৷ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইতে শুরু হবে এ মরশুমের আইপিএল৷

  সংযুক্ত আরব আমিরশাহিতে যাওয়ার আগে সমস্ত সিএসকে প্লেয়ারদের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে৷ ৪০ বছরের হরভজন সিং দলের এক গুরুত্বপূর্ণ সদস্য তিনি যোগ দিলে দলের শক্তি অনেকটাই বেড়ে যাবে৷ তাই দ্রুত হরভজনের দলের সঙ্গে যোগ দেওয়ার দিকে তাকিয় টিম ম্যানেজমেন্ট৷

  Published by:Debalina Datta
  First published: