#মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ Indian Premiere League (IPL) ২০০৮ সাল থেকে শুরু হয়েছে৷ এই লিগের নিলামের সময় সবচেয়ে বড় নাম ছিল মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)৷ ধোনি আইপিএল খেলার আগের বছর ধোনি দেশেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ (ICC T20 World Cup 2007) জিতিয়েছিলেন৷ এরপরে ২০০৮ -র আইপিএল নিলামে ধোনি অংশ নিয়েছিলেন ৷ সবচেয়ে ধোনি ক্রিকেটার হিসেবে বিক্রি হয়েছিলেন তিনি৷ চেন্নাই সুপার কিংস ১.৫ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় সাড়ে ন কোটি টাকা৷ ধোনিকে কিনতে মুম্বই ইন্ডিয়ন্স (MI) ও চেন্নাই সুপার কিংস (CSK)-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল৷ কিন্তু যখন ধোনির নাম নিলামে ওঠে তখন আর মুম্বইয়ের কাছে ধোনিকে কেনার পয়সা ছিল না৷
এই নিলামে খালি মুম্বই ও চেন্নাই ধোনিকে নিয়ে দড়ি টানাটানি করছিল৷ অন্য দলও ধোনির জন্য লালায়িত ছিল৷ ২০০৮ থেকে ২০১৮ অবধি আইপিএলের অকশন পরিচালনা করেছিলেন রিচার্ড মেডলে হালেই এই রহস্যের ওপর থেকে পর্দা তুলেছেন৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) -ও ধোনির জন্য নিলামে গলা চড়িয়েছিল৷ কিন্তু তারা বেশি টাকা খসাতে চাইছিলেন না ৷ আর এই জন্যে আইপিএল ইতিহাসের সফলতম অধিনায়ককে আর কিনে উঠতে পারেননি৷
মেডলে জানিয়েছেন , ‘আরসিবি নিলামের সময় ধোনিকে কিনতে আগ্রহী ছিলেন৷ কিন্তু ধোনিকে কেনার জন্য তারা সবচেয়ে কম টাকা দর হেঁকেছিলেন৷ আমার মনে হয় এর জন্য তাদের এখনও পশ্চাতাপ রয়েছে বলে মনে হয়৷ কম টাকা দর হাঁকায় তারা ধোনির সেবা খুইয়েছিল৷
চারু শর্মা বলেছেন, ‘যদি ধোনি অসফল হতেন তাহলে কি হত, ক্রিকেট দলগত খেলা৷ ধোনি শূন্য রানে আউট হয়ে যেত তাহলে কল্পনা করুন ধোনি ফেল হয়ে যেত৷ তখন চেন্নাই ফ্যানরা বলত ধোনিকে এতটাকা দিয়ে কেনা ভুল হয়েছে৷ ’
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইকন ক্রিকেটার হিসেবে রাহুল দ্রাবিড়কে কিনেছিল৷ এটাই ধোনিকে বাছার বড় কারণ ছিল৷ আট ফ্রাঞ্চাইজি নিলামের আগেই আইকন ক্রিকেটারকে বাছার সুযোগ পেয়েছিল৷ নিয়ম অনুযায়ি আইকন প্লেয়ারের কাছে ১০ শতাংশ অধিক টাকা হয়ে যায়৷ সম্ভবত এটাই কারণ মুম্বই ইন্ডিয়ন্স ধোনিকে কিনতে পারেননি৷ ধোনি চেন্নাইয়ের হয়ে ১৯৭ ম্যাচ খেলেছেন তারমধ্যে ১১৯ টি ম্যাচে জয় হাসিল করেছেন৷ চেন্নাই তিনবার খেতাব জিতেছে এবং ১১ বারের মধ্যে ১০ বার প্লে অফে পৌঁছেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL, IPL 2021, Mahendra Singh Dhoni, MS Dhoni