#মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ্ত্যু হল প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্সে৷ এ দিন মুম্বইয়ে ৫৯ বছর বয়সে প্রয়াত হন তিনি৷ IPL-এর ধারাভাষ্য দেওয়ার জন্য ভারতে এসেছিলেন প্রাক্তন এই ক্রিকেটার৷
জানা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের একটি হোটেলে থাকছিলেন ডিন জোন্স৷ সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি৷ এ দিন বেলা ১১টা নাগাদ ব্রেকফাস্ট শেষ করে আইপিএল সম্প্রচার সংস্থার একটি ব্রিফিং সেশনে যোগ দিয়েছিলেন তিনি৷ এর পর বেলা বারোটা নাগাদ হোটেলের করিডরেই অন্যান্য ধারাভাষ্যকারদের সঙ্গে হাল্কা চালে ক্রিকেট খেলায় মেতে ওঠেন তিনি৷ তখনই আচমকা হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন এই ক্রিকেটার৷ দ্রুত তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি৷ আইপিএল-এর মাঝেই ডিন জোন্সের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব৷ ধারাভাষ্যকার হিসেবেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন তিনি৷
Absolutely heartbreaking news about Dean Jones passing away. A wonderful soul taken away too soon. Had the opportunity to play against him during my first tour of Australia. May his soul rest in peace and my condolences to his loved ones. 🙏🏼 pic.twitter.com/u6oEY1h7zz
— Sachin Tendulkar (@sachin_rt) September 24, 2020
Really shocking to lose a colleague and a dear friend - Dean Jones. Gone so young. Condolences to the family and may his soul rest in peace #RIPDeanJones 🙏 - @cricketcomau pic.twitter.com/pckNBow5Sv
— Ravi Shastri (@RaviShastriOfc) September 24, 2020
Saddened to hear the news of Dean Jones passing away. Still cannot believe it. Was one of my favourite commentators, he was on air in many of my landmarks. Had really fond memories with him. Will miss him. pic.twitter.com/FZBTqIEGdx
— Virender Sehwag (@virendersehwag) September 24, 2020
We are extremely shocked and sad to learn of the untimely demise of Mr. Dean Jones. His energy and enthusiasm for the game will be truly missed. Our thoughts with his family, friends and his followers in this hour of grief. pic.twitter.com/gAAagImKeC
— IndianPremierLeague (@IPL) September 24, 2020
ডিন জোন্সের পরিবার এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছে৷ তাঁদের পাশাপাশি ভারতে অস্ট্রেলীয় দূতাবাসেও খবর পাঠানো হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dean Jones