Home /News /ipl /
‘আমিরশাহিতে প্রথম ৬ দিনের কোয়ারেন্টাইন পর্ব খুবই কষ্টকর ছিল...’জানালেন ধোনি

‘আমিরশাহিতে প্রথম ৬ দিনের কোয়ারেন্টাইন পর্ব খুবই কষ্টকর ছিল...’জানালেন ধোনি

Photo Courtesy: IPLT20.com/BCCI

Photo Courtesy: IPLT20.com/BCCI

মরুশহরে পা রেখেই ছ’দিনের কোয়ারেন্টাইন রীতিমতো কষ্টকর হয়ে উঠেছিল ধোনিদের জন্য।

  • Last Updated :
  • Share this:

#আবুধাবি: গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েই এ বছর আইপিএলে যাত্রা শুরু করেছে ধোনির চেন্নাই সুপার কিংস ৷ আবু ধাবিতে শনিবার রোহিতদের বিরুদ্ধে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় সিএসকে ৷ করোনা আবহে অনেক প্রতিকূলতার মধ্যেই টুর্নামেন্ট খেলতে হচ্ছে প্রত্যেক ক্রিকেটারদের ৷

গতবছর বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে মাঠের বাইরে ধোনি ৷ দলের অধিকাংশ ক্রিকেটাররাই মাঠে নামেননি গত বেশ কয়েকমাস হল ৷ এই অবস্থায় আবার আমিরশাহিতে নেমেও কোয়ারেন্টাইনে থাকাটা খুবই কষ্টের ছিল বলে জানিয়েছেন মাহি ৷ সিএসকে অধিনায়কের মতে, ‘‘কোয়ারেন্টাইন পর্বের প্রথম ছ’দিন খুবই কষ্টকর ছিল। এতদিন আপনি নিজের পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন এবং তার পরে হঠাৎ করে একটি আলাদা ঘরে আপনাকে রেখে দেওয়া হলে সেটা কখনওই ভাল লাগবে না। সুন্দর সময় কাটিয়ে আসার পরে কেউই এ ভাবে হতাশ হতে চাইবে না।”

আমিরশাহিতে পা রেখেই সিএসকে দলের ২ জন ক্রিকেটার-সহ মোট ১৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় আরও সমস্যা বেড়েছিল ৷ অবশেষে সব বাধা অতিক্রম করে শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে খেলতে নেমেছিলেন ধোনিরা ৷ আর প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিতে সফল আইপিএলের ইতিহাসে সাফল্যের বিচারে সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: IPL 2020, MS Dhoni