#নয়াদিল্লি: আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের জন্য বড় ধাক্কা ৷ আঙুলের চোট নিয়ে এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন দলের অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র ৷ ফলে শুধু বিরাটের আরসিবির বিরুদ্ধে সোমবারের ম্যাচেই নয় ৷ গোটা টুর্নামেন্টেই আর অমিতকে পাচ্ছে না দিল্লি ফ্র্যাঞ্চাইজি ৷
নাইট রাইডার্সের বিরুদ্ধে গত ম্যাচেই আঙুলে চোট পান অমিত ৷ সেই চোট সারেনি ৷ শেষপর্যন্ত গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হল অমিতকে ৷ কেকেআরের বিরুদ্ধে নীতিশ রানার ক্যাচ নিতে গিয়ে চোট পান অমিত। এরপর বোলিং করার সময় আঙুলে ব্যথা অনুভব হওয়ায় অস্বস্তিতে পড়েন মিশ্র। শেষ পর্যন্ত নিজের চার ওভারের বোলিং কোটা সম্পূর্ণ করার আগেই চোট নিয়ে দিল্লির অভিজ্ঞ স্পিনার মাঠ ছাড়েন। চলতি আইপিএল ভাল ফর্মেই ছিলেন ৷ কেকেআরের বিরুদ্ধেও খারাপ বোলিং করেননি ৷ শুভমান গিলের উইকেটটিও পান অমিত ৷ চোটের কারণে নাইটদের বিরুদ্ধে দু’ওভারের বেশি বল করতে পারেননি অমিত মিশ্র ৷
Just in: Delhi Capitals' Amit Mishra has been ruled out of #IPL2020 with a finger injury pic.twitter.com/phc2kiYbb5
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 5, 2020
অমিত মিশ্রের স্ক্যান রিপোর্টে চোট কিছুটা গুরুতর ধরা পড়েছে ৷ তাই অমিত মিশ্রকে আর খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না ৷ এবারের আইপিএলে ৩ ম্যাচ খেলে ৩টি উইকেট পেয়েছেন অমিত মিশ্র। আইপিএল কেরিয়ারে ১৫০টি ম্যাচ খেলে অমিতের ঝুলিতে রয়েছে ১৬০টি উইকেট ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Mishra, IPL 2020