#দুবাই: পর পর দুই ম্যাচে শতরান করে আইপিএল-এ নজির গড়লেন শিখর ধাওয়ান৷ কিন্তু শেষ পর্যন্ত দিল্লির বাঁ হাতি ওপেনারের দুরন্ত ইনিংস কাজে এল না৷ দিল্লি ক্যাপিটালসকে উইকেটে হারিয়ে টানা তিন ম্যাচে জয় পেল কে এল রাহুলের কিংগস ইলেভেন পঞ্জাব৷ ফলে শেষ চারে যাওয়ার আশা টিকিয়ে রাখল তারা৷
এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ শুরু থেকেই দুরন্ত ছন্দে ব্যাট করতে থাকেন ধাওয়ান৷ দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৪ রান করে করেন ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার৷ সেখানে ওপেন করতে নেমে মাত্র ৬১ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন গব্বর৷ আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পর পর দুই ম্যাচে শতরান করলেন তিনি৷ তাঁর অনবদ্য ইনিংসের সৌজন্যেই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪-তে পৌঁছয় দিল্লি৷ ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ শামি৷
Back to back 100s for @SDhawan25 👏👏
He is the first player to have consecutive centuries in IPL. Take a bow, Gabbar #Dream11IPL pic.twitter.com/yNlWGTni0Y — IndianPremierLeague (@IPL) October 20, 2020
রান তাড়া করতে নেমে শুরুতেই ছন্দে থাকা কে এল রাহুলকে হারায় পঞ্জাব৷ কিন্তু ক্রিস গেলের ১২ বলে ২৯, নিকোলাস পুরানের ২৮ বলে ৫৩ এবং গ্লেন ম্যাক্সওয়েলের ২৪ বলে ৩২ রানের সৌজন্যে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় পঞ্জাব৷
FIFTY!
A brilliant half-century for @nicholas_47 off 27 deliveries. His 2nd in #Dream11IPL pic.twitter.com/3EWqSKqLT0 — IndianPremierLeague (@IPL) October 20, 2020
৫ উইকেটে দিল্লিকে হারিয়ে রাজস্থান রয়্যালসের মতো তারাও ৮ পয়েন্টে পৌঁছে গেল৷ তবে রান রেটের নিরিখে রাজস্থানকে টপকে পঞ্জাব লিগ টেবলের পাঁচ নম্বরে চলে এল৷ ফলে আরও জমে গেল শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াই৷ এ দিনের হার সত্ত্বেও ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থেকে গেল দিল্লি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: DC vs KXIP, IPL 2020, Shikhar Dhawan